Ajker Patrika

স্কোয়াডে না থেকেও আছেন শামীম!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১২: ৩০
স্কোয়াডে না থেকেও আছেন শামীম!

হঠাৎ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের জন্য দলে ডাকা হয়েছিল শামীম হোসেন পাটোয়ারীকে।কিন্তু না খেলিয়েই তাঁকে আবার তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন বাংলাদেশ দলের নির্বাচকেরা। তবে বাদ পড়েও যেন দলে থেকে গেছেন এই ব্যাটার। 

তৃতীয় ওয়ানডের একাদশের যে তালিকা দিয়েছে বিসিবি, সেখানে ১৫ জন ক্রিকেটারের নাম আছে। আর ১৪ নম্বরে রাখা হয়েছে শামীমকে। অথচ তিনি তৃতীয় ওয়ানডের ঘোষিত দলেই ছিলেন না। বরং স্কোয়াডে থাকা তাসকিন আহমেদকে ১৫তম ক্রিকেটার হিসেবে রেখে টিম ম্যানেজমেন্ট যেন অবাকই করল।

তৃতীয় ওয়ানডের স্কোয়াডই ছিল ১৪ সদস্যের। এর আগে এই সিরিজের টিকিটেও ইংল্যান্ডের পতাকার জায়গায় যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করে, রীতিমতো ভুল করে হইচই ফেলে দেয় বিসিবি।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত