ঢাকা: ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে ইতিহাস গড়তে চান ট্রেন্ট বোল্ট। ১৮ জুন সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো করতে দারুণ আত্মবিশ্বাসী কিউই পেসার। এর আগে ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বোল্ট-সাউদিরা। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে কাল।
আইপিএল স্থগিতের পর উইলিয়ামসন-ফার্গুসনরা ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে গেলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরে যান বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে তাই সিরিজের প্রথম টেস্টের দলে থাকছেন না এই বাঁহাতি পেসার। দ্বিতীয় টেস্টে অবশ্য দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী বোল্ট। ইংল্যান্ড সিরিজ আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত ৩১ বছর বয়সী কিউই পেসার, ‘সব মিলিয়ে খুবই ভালো লাগছে। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো বড় ম্যাচ নিয়ে। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও দলে থাকব।’
সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বোল্ট। নিজেদের শেষ ৬ টেস্টই জিতেছে নিউজিল্যান্ড। বোল্টের আশা, কোহলিদের গুঁড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভালো করবেন তাঁরা, ‘দেশে ও দেশের বাইরে আমাদের দল যেভাবে পারফর্ম করছে, তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে ইতিহাস গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছেলেরা।’
ইংলিশ কন্ডিশন যেকোনো পেস বোলারের জন্যই আশীর্বাদ। বোল্টকে এটিই বেশি আত্মবিশ্বাসী করছে। তিনি তাই বলছেন, ‘যখন ইংল্যান্ডে পা রাখি, এখানকার সজীব বাতাসে নিশ্বাস নেওয়ার যখন সুযোগ হয়, আর যখন দেখি বল মুভ করছে, এটা আমাকে অবশ্যই রোমাঞ্চিত করে।’
ঢাকা: ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে ইতিহাস গড়তে চান ট্রেন্ট বোল্ট। ১৮ জুন সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো করতে দারুণ আত্মবিশ্বাসী কিউই পেসার। এর আগে ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বোল্ট-সাউদিরা। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে কাল।
আইপিএল স্থগিতের পর উইলিয়ামসন-ফার্গুসনরা ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে গেলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরে যান বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে তাই সিরিজের প্রথম টেস্টের দলে থাকছেন না এই বাঁহাতি পেসার। দ্বিতীয় টেস্টে অবশ্য দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী বোল্ট। ইংল্যান্ড সিরিজ আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত ৩১ বছর বয়সী কিউই পেসার, ‘সব মিলিয়ে খুবই ভালো লাগছে। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো বড় ম্যাচ নিয়ে। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও দলে থাকব।’
সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বোল্ট। নিজেদের শেষ ৬ টেস্টই জিতেছে নিউজিল্যান্ড। বোল্টের আশা, কোহলিদের গুঁড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভালো করবেন তাঁরা, ‘দেশে ও দেশের বাইরে আমাদের দল যেভাবে পারফর্ম করছে, তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে ইতিহাস গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছেলেরা।’
ইংলিশ কন্ডিশন যেকোনো পেস বোলারের জন্যই আশীর্বাদ। বোল্টকে এটিই বেশি আত্মবিশ্বাসী করছে। তিনি তাই বলছেন, ‘যখন ইংল্যান্ডে পা রাখি, এখানকার সজীব বাতাসে নিশ্বাস নেওয়ার যখন সুযোগ হয়, আর যখন দেখি বল মুভ করছে, এটা আমাকে অবশ্যই রোমাঞ্চিত করে।’
টেস্ট আর টি-টোয়েন্টি সংস্করণ এখনো বাংলাদেশ দলের কাছে বিরাট এক ‘গোলকধাঁধা’। যে ওয়ানডে সংস্করণে লাল-সবুজের দল ২০১৫ বিশ্বকাপ থেকে নিজেদের অন্যভাবে চিনিয়েছিল, সেটিতেও বিরাট অধঃপতন ঘটেছে শান্তদের। কাল আইসিসির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে আগের মতো ৯ নম্বরে থাকলেও
৩ মিনিট আগেব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হওয়ার পরই বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। একবার ব্রাজিলের কোচ হচ্ছেন না তো মুহূর্তে শোনা যায় উল্টো সংবাদ। এবার এই নাটকে এল নতুন এক মোড়।
৩৪ মিনিট আগে‘সমিত সোমের পাসপোর্ট হয়ে গেছে, বাকি আর একটি প্রক্রিয়া সারতে কাল (আজ) ফিফার কাছে আবেদন করব’—কাল গুলশানে নিজে বাসভবনে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন ফাহাদ করিম চৌধুরী। প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ ফুটবলে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাফুফের সহসভাপতি ও বিপণন বিভাগের প্রধান।
১ ঘণ্টা আগেড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১৪ ঘণ্টা আগে