Ajker Patrika

জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরিতে সেমিফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৪: ২০
জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরিতে সেমিফাইনালে ভারত

শুভমান গিলকে বছর শেষ হওয়ারও সময় দিলেন না যশস্বী জয়সওয়াল। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন গিল। তাঁর সেই রেকর্ড এবার নিজের করে নিলেন উদীয়মান ব্যাটার জয়সওয়াল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে গিল ২৩ বছর ১৪৬ দিন বয়সে ভেঙে দিয়েছিলেন পূর্বসূরি সুরেশ রায়নার রেকর্ড। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৫৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রায়না। রায়নার সেই রেকর্ড ভাঙতে ১৩ বছর লাগলেও গিলের গড়া কীর্তি মুছতে মাত্র ৮ মাস লাগল জয়সওয়ালের।

এশিয়ান গেমসে আজ ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল। সেঞ্চুরির সময় তাঁর বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন। সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য ড্রেসিংরুমে ফেরেন তিনি। তাঁর সেঞ্চুরিতে নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০২ রান করে ভারত। জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরির ম্যাচে ১৫ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আইপিএল মাতানো রিংকু সিং।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হারলেও দুর্দান্ত জবাব দিয়েছে নেপাল। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৯ উইকেটে ১৭৯ রান করেছে হিমালয়ের দেশ। চার ব্যাটার খেলেছেন পঁচিশোর্ধ্ব ইনিংস। সর্বোচ্চ রান করেছেন এশিয়ান গেমসেই সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া দীপেন্দ্র সিং। ১৫ বলে ৩২ রান করার আগে বোলিংয়ে ২ উইকেটও নিয়েছেন তিনি।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরও পরাজিত দলের সঙ্গী হতে হয়েছে দীপেন্দ্রকে। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবেশ খান ও রবি বিষ্ণোই। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত। আগামীকাল অবশ্য শেষ আটের ম্যাচে মালয়েশিয়াকে হারাতে হবে বাংলাদেশকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত