নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৭ সাল থেকে নানা কারণে ছয় ছয়বার ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এর বেশির ভাগই টেস্ট থেকে।
এবার ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে অপারগতা প্রকাশ করেছেন সাকিব। সফর শুরুর আগেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে মৌখিক ছুটি চেয়েছিলেন তারকা অলরাউন্ডার। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় তাঁকে ছুটি দেওয়ার পক্ষে বোর্ডও।
আজ মিরপুরে জরুরি সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সাকিব (উইন্ডিজে) যাওয়ার আগে বিষয়টি জানতাম না। অন্যদের থেকে জেনেছি, ও টেস্ট খেলবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারপর আমার সঙ্গে যখন বসল, তখন বলল টেস্ট খেলবে। ওকে অধিনায়ক করা হলো ও খেলল।’
পাপন আরও বলেছেন, ‘ও জালাল ভাইকে (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান) আগেই বলেছে, ওয়ানডে সিরিজ না-ও খেলতে পারে। ওর সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারব। ও মৌখিকভাবে ছুটি চাইলেও এটাকে আনুষ্ঠানিক ধরতে পারেন।’
কম গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছুটি চাওয়ায় সমস্যা দেখছেন না বোর্ডপ্রধান, ‘আমার মনে হয় না সিনিয়রদের ছুটি বাজে পরিস্থিতি তৈরি করবে। যেসব সিরিজ র্যাঙ্কিংয়ের (সুপার লিগের) অংশ নয়, সেসব সিরিজে সিনিয়র ক্রিকেটাররা যদি ছুটি চায়, আমরা মঞ্জুর করব। এতে নতুন ছেলেরা খেলার সুযোগ পাবে।’
সাকিবের নেতৃত্বে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এখন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদের দল।
২০১৭ সাল থেকে নানা কারণে ছয় ছয়বার ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এর বেশির ভাগই টেস্ট থেকে।
এবার ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে অপারগতা প্রকাশ করেছেন সাকিব। সফর শুরুর আগেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে মৌখিক ছুটি চেয়েছিলেন তারকা অলরাউন্ডার। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় তাঁকে ছুটি দেওয়ার পক্ষে বোর্ডও।
আজ মিরপুরে জরুরি সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সাকিব (উইন্ডিজে) যাওয়ার আগে বিষয়টি জানতাম না। অন্যদের থেকে জেনেছি, ও টেস্ট খেলবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারপর আমার সঙ্গে যখন বসল, তখন বলল টেস্ট খেলবে। ওকে অধিনায়ক করা হলো ও খেলল।’
পাপন আরও বলেছেন, ‘ও জালাল ভাইকে (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান) আগেই বলেছে, ওয়ানডে সিরিজ না-ও খেলতে পারে। ওর সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারব। ও মৌখিকভাবে ছুটি চাইলেও এটাকে আনুষ্ঠানিক ধরতে পারেন।’
কম গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছুটি চাওয়ায় সমস্যা দেখছেন না বোর্ডপ্রধান, ‘আমার মনে হয় না সিনিয়রদের ছুটি বাজে পরিস্থিতি তৈরি করবে। যেসব সিরিজ র্যাঙ্কিংয়ের (সুপার লিগের) অংশ নয়, সেসব সিরিজে সিনিয়র ক্রিকেটাররা যদি ছুটি চায়, আমরা মঞ্জুর করব। এতে নতুন ছেলেরা খেলার সুযোগ পাবে।’
সাকিবের নেতৃত্বে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এখন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদের দল।
অনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
৫ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
৮ মিনিট আগেসিলেট থেকে কলম্বো—গতকাল দুই ভেন্যু থেকে দুই রকম সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ হারালেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরেছেন আজিজুল হাকিম তামিম। ২৪ ঘণ্টা না থাকলেই আজ চট্টগ্রামে নেমেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
১ ঘণ্টা আগেবার্সেলোনা না ইন্টার মিলান—সেমিফাইনালের বাধা উতরে কে উঠবে ফাইনালে। বাজির দরে বার্সেলোনা ফেবারিট। উইলিয়াম হিল কিংবা বেটএমজিএম—দুই বাজিকর প্রতিষ্ঠানে বাজির দরে ইন্টারের চেয়ে ঢের এগিয়ে বার্সেলোনা...
২ ঘণ্টা আগে