ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের পেস বোলিং বিভাগের অন্যতম বড় অস্ত্র তাসকিন আহমেদ। কদিন আগে সেন্ট লুসিয়া টেস্টের সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন। ওই টেস্ট সিরিজে তাসকিন অবশ্য দলে ছিলেন না। তবু কথা প্রসঙ্গে তাসকিনের উদাহরণ দিয়েছেন সাকিব। তাসকিনের কাছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের প্রত্যাশাও একটু বেশি।
চোট কাটিয়ে প্রায় তিন মাস পর জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন তাসকিন। আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। এ দুই সিরিজ সামনে রেখে গতকাল সেন্ট লুসিয়ায় দলীয় অনুশীলনে তাসকিন কাজ করেছেন ডোনাল্ডের সঙ্গে। সেখানে ডোনাল্ড তাঁকে গতি আগ্রাসন ধরে রাখার বার্তা দিয়েছেন।
অনুশীলন শেষে তাসকিন জানালেন কী নিয়ে কথা হয়েছে ডোনাল্ডের সঙ্গে। তাসকিন বলেন, ‘ম্যাচে আমার ভূমিকাটা কী হবে, ওটাই কোচ বোঝাতে চাইছিলেন। তিনি বলেছেন, “তুমি যে ধরনের বোলার, তোমার ভূমিকা হবে সব সময় গতিময় বোলিং করা এবং আক্রমণাত্মক থাকা। এটা করতে গিয়ে কখনো তুমি অনেক রান দিয়ে দেবে। আবার কখনো একাই ম্যাচ জিতিয়ে দেবে। তবে তুমি তোমার এই ভূমিকা থেকে কখনো সরবে না।”’
বদলে যাওয়া তাসকিনের তূণে সবচেয়ে বড় দুই অস্ত্রই তো এই গতি আর আগ্রাসন। তাই ছন্দ ধরে রাখতে পারলে কাজটা তাঁর জন্য কঠিন হবে না। দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেছেন, ‘আল্লাহর রহমতে খুবই ভালো লাগল যে প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি একটা অনুশীলন সেশন করলাম। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং—সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল, এরপর যখন শুরু করলাম, সবকিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’
বাংলাদেশের পেস বোলিং বিভাগের অন্যতম বড় অস্ত্র তাসকিন আহমেদ। কদিন আগে সেন্ট লুসিয়া টেস্টের সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন। ওই টেস্ট সিরিজে তাসকিন অবশ্য দলে ছিলেন না। তবু কথা প্রসঙ্গে তাসকিনের উদাহরণ দিয়েছেন সাকিব। তাসকিনের কাছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের প্রত্যাশাও একটু বেশি।
চোট কাটিয়ে প্রায় তিন মাস পর জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন তাসকিন। আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। এ দুই সিরিজ সামনে রেখে গতকাল সেন্ট লুসিয়ায় দলীয় অনুশীলনে তাসকিন কাজ করেছেন ডোনাল্ডের সঙ্গে। সেখানে ডোনাল্ড তাঁকে গতি আগ্রাসন ধরে রাখার বার্তা দিয়েছেন।
অনুশীলন শেষে তাসকিন জানালেন কী নিয়ে কথা হয়েছে ডোনাল্ডের সঙ্গে। তাসকিন বলেন, ‘ম্যাচে আমার ভূমিকাটা কী হবে, ওটাই কোচ বোঝাতে চাইছিলেন। তিনি বলেছেন, “তুমি যে ধরনের বোলার, তোমার ভূমিকা হবে সব সময় গতিময় বোলিং করা এবং আক্রমণাত্মক থাকা। এটা করতে গিয়ে কখনো তুমি অনেক রান দিয়ে দেবে। আবার কখনো একাই ম্যাচ জিতিয়ে দেবে। তবে তুমি তোমার এই ভূমিকা থেকে কখনো সরবে না।”’
বদলে যাওয়া তাসকিনের তূণে সবচেয়ে বড় দুই অস্ত্রই তো এই গতি আর আগ্রাসন। তাই ছন্দ ধরে রাখতে পারলে কাজটা তাঁর জন্য কঠিন হবে না। দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেছেন, ‘আল্লাহর রহমতে খুবই ভালো লাগল যে প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি একটা অনুশীলন সেশন করলাম। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং—সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল, এরপর যখন শুরু করলাম, সবকিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৪ ঘণ্টা আগে