Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন হাথুরু 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৮: ৩৮
Thumbnail image

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিমরা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচ খেলেছেন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে আগামীকাল থেকে। তবে পরশু বুধবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট। 

পিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুরুতেই পিচ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পিন্ডির পিচ পেসারদের জন্য বেশি অনুকূল হবে মনে হচ্ছে, হয়তো ব্যাটারদের জন্যও। দলে খুব বেশি স্পিনারও নেই, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররাও উন্নতি করেছে। আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে, যারা স্পিনও করতে পারে—সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। আমরা মুহূর্তের ওপর ভিত্তি করে সব ঠিক করব।’ 

করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে গেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও হবে রাওয়ালপিন্ডিতে। তবে প্রথম টেস্টের জন্য পাকিস্তান দলে নেই কোনো স্পিনার। বাংলাদেশ দল আগে থেকে স্পিননির্ভর হলেও কন্ডিশন বিবেচনায় হাথুরুরও পিন্ডিতে পেসারদের নিয়ে একাদশ সাজানোর চিন্তা। পাকিস্তান সফরে যাওয়ার আগে উইকেট কেমন হবে মনে করেছিলেন বাংলাদেশ কোচ? এই প্রশ্নে হাথুরুর উত্তর, ‘আমরা আশা করেছি, পাকিস্তানের উইকেট বাংলাদেশের চেয়ে ভিন্ন হবে। আমাদের ভালো ফার্স্ট বোলার আছে। আমি পিসিবিকে ধন্যবাদ জানাই, আগে থেকে বাংলাদেশ ‘এ’ দলকে এখানে খেলতে দেওয়ায়। এখান (সংবাদ সম্মেলন) থেকে ১৫ মিনিট দূরে তারা খেলছে।’ 

সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তন হয়েছে। জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে কয়েকশত মানুষ। এ নিয়ে সংবাদ সম্মেলনে হাথুরু আবেগ প্রবণ হয়ে বলেন, ‘যে পরিবারগুলো তাদের আপনজন হারিয়েছে তাদের জন্য আমার প্রার্থনা রইল। খুব কঠিন দিন গেছে। আশা করি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। ছাত্ররা তাদের প্রাপ্য অধিকার পাবে। এই ঘটনা আমাকে ছুঁয়ে গেছে।’ 

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের সুর বাজছে। আজ পদত্যাগ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে। প্রধান কোচের পরিবর্তন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে হাথুরুর কথা, ‘বাংলাদেশ কোচ হিসেবে নিজের ভবিষ্যতের কথা যদি বলি, আমি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেই পর্যন্ত আমি বাংলাদেশে কাজ করে যেতে চাই। তবে বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত