Ajker Patrika

‘অধিনায়ক ইস্যুতে বিসিবিতে কোনো অস্থিরতা নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৫: ২০
‘অধিনায়ক ইস্যুতে বিসিবিতে কোনো অস্থিরতা নেই’

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে। এর আগে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। এমন পরিস্থিতিতে নতুন অধিনায়ক ঠিক করা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

ওয়ানডের সহ-অধিনায়ক লিটন দাস এবং টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের কথাও বলছেন অনেকে। তবে অভিজ্ঞতা বিবেচনায় এই পরিস্থিতিতে সাকিবকে ওয়ানডে নেতৃত্বের জন্য সেরা অপশন মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

সব মিলেয়ে বিসিবির জন্য পরিস্থিতি কঠিনই হওয়ার কথা। তবে বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানালেন ভিন্ন কথা। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া আর নতুন অধিনায়ক নিযুক্তের চিন্তায় বোর্ডে কোনো অস্থিরতা নেই। তবে তামিমের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো ধাক্কা বলা অভিহিত করেছেন তিনি।’

মল্লিক বলেন, ‘না, কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে তাঁরা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশনস আছে। বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। তবে স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’

এশিয়া কাপ শুরু হবে চলতি মাসের শেষ দিকে। আগামী কয়েক দিনের মধ্যেই দল ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন নির্বাচকেরা। তবে এখন তাঁদের কাজও বেড়ে গেল। এশিয়া কাপ খেলবেন না তামিম। ঠিক করতে হবে তার স্থলাভিষিক্ত। অধিনায়ক ঠিক হলেই দল ঘোষণা করবেন নির্বাচকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত