দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলেননি কাইল জেমিসন। কিন্তু এবার শুধু হ্যামিল্টন নয়, এমন আরও অনেক ম্যাচ মিস করবেন তিনি। চোটটা গুরুতর হওয়ায় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় এক বছর।
প্রথম টেস্টে মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন জেমিসন। গতকাল জানা গেছে, তাঁর মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয়েছে। গত বছরও মেরুদণ্ডে চোট পেয়েছিলেন তিনি। এবার চোটটাও একই জায়গায়। তবে আঘাতটি নতুন। সেবার অস্ত্রোপচার করালেও এবার করাবেন না কিউই পেসার।
চোট পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ জেমিসন। তবে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। চোটের বিষয়ে তিনি বলেছেন, ‘সর্বশেষ কয়েকটি দিন ভীষণ চ্যালেঞ্জের ছিল। তবে আমি কৃতজ্ঞ। জীবনসঙ্গিনী, পরিবার, সতীর্থ এবং মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে। জানি, চোট ক্রিকেটারের জীবনের একটা অংশ। আশা করি ভবিষ্যতে খেলার জন্য আরও অনেক দিন পড়ে আছে।’
পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে পরে সংবাদ সম্মেলনে জেমিসন বলেছেন, ‘কীভাবে সেরে ওঠা যাবে তার একটা পরিকল্পনা হয়েছে। তবে মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে। আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন এবং কিছুটা সময় চলে গেছে। কিন্তু এরপর মনে হবে এখনো অনেক সময় বাকি রয়েছে। এটা কঠিন, কারণ কেউ চাইবে না এটার মধ্য দিয়ে যেতে। প্রতিবারই আশা করি, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই জানি এটা আমার ক্যারিয়ারেরই অংশ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জেমিসন। দলের অন্যতম সদস্যের চোটের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। চোট গুরুতর হওয়ায় ক্রিকইনফো জানিয়েছে, কিউই পেসারের মাঠে ফিরতে এক বছরের মতো সময় লাগবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলেননি কাইল জেমিসন। কিন্তু এবার শুধু হ্যামিল্টন নয়, এমন আরও অনেক ম্যাচ মিস করবেন তিনি। চোটটা গুরুতর হওয়ায় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় এক বছর।
প্রথম টেস্টে মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন জেমিসন। গতকাল জানা গেছে, তাঁর মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয়েছে। গত বছরও মেরুদণ্ডে চোট পেয়েছিলেন তিনি। এবার চোটটাও একই জায়গায়। তবে আঘাতটি নতুন। সেবার অস্ত্রোপচার করালেও এবার করাবেন না কিউই পেসার।
চোট পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ জেমিসন। তবে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। চোটের বিষয়ে তিনি বলেছেন, ‘সর্বশেষ কয়েকটি দিন ভীষণ চ্যালেঞ্জের ছিল। তবে আমি কৃতজ্ঞ। জীবনসঙ্গিনী, পরিবার, সতীর্থ এবং মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে। জানি, চোট ক্রিকেটারের জীবনের একটা অংশ। আশা করি ভবিষ্যতে খেলার জন্য আরও অনেক দিন পড়ে আছে।’
পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে পরে সংবাদ সম্মেলনে জেমিসন বলেছেন, ‘কীভাবে সেরে ওঠা যাবে তার একটা পরিকল্পনা হয়েছে। তবে মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে। আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন এবং কিছুটা সময় চলে গেছে। কিন্তু এরপর মনে হবে এখনো অনেক সময় বাকি রয়েছে। এটা কঠিন, কারণ কেউ চাইবে না এটার মধ্য দিয়ে যেতে। প্রতিবারই আশা করি, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই জানি এটা আমার ক্যারিয়ারেরই অংশ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জেমিসন। দলের অন্যতম সদস্যের চোটের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। চোট গুরুতর হওয়ায় ক্রিকইনফো জানিয়েছে, কিউই পেসারের মাঠে ফিরতে এক বছরের মতো সময় লাগবে।
হেরেই চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ফ্র্যাঞ্চাইজিটি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দুই ম্যাচের দুটিতেই হেরেছে। আজ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের কাছে হারলে হ্যাটট্রিক পরাজয় হবে হায়দরাবাদের। বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে চেন্নাই-হায়দরাবাদ ম্যাচ।
২ মিনিট আগেতাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। একবার নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়ার পর ফের হচ্ছেন নিষিদ্ধ। এমন অবস্থার মধ্যে মিরপুরে এসেছেন তামিম ইকবাল। মিরপুরে আজ গাড়ি থেকে নায়কের বেশে বের হয়েছেন তামিম। তাঁর সঙ্গে এসেছেন আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।
৩৭ মিনিট আগেগোলের সুযোগ পেয়ে এখন প্রায়ই কাজে লাগাতে পারছেন না লিওনেল মেসি। কখনো গোলপোস্টের বাইরে শট করেন। কখনোবা তাঁর শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে গিয়ে জমা হয়। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে আজ মেসির মতো ব্যর্থ হয়েছে তাঁর দল ইন্টার মায়ামি।
২ ঘণ্টা আগে২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। এরপর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
২ ঘণ্টা আগে