Ajker Patrika

এক বছরের জন্য মাঠের বাইরে নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ১৪
এক বছরের জন্য মাঠের বাইরে নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলেননি কাইল জেমিসন। কিন্তু এবার শুধু হ্যামিল্টন নয়, এমন আরও অনেক ম্যাচ মিস করবেন তিনি। চোটটা গুরুতর হওয়ায় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় এক বছর। 

প্রথম টেস্টে মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন জেমিসন। গতকাল জানা গেছে, তাঁর মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয়েছে। গত বছরও মেরুদণ্ডে চোট পেয়েছিলেন তিনি। এবার চোটটাও একই জায়গায়। তবে আঘাতটি নতুন। সেবার অস্ত্রোপচার করালেও এবার করাবেন না কিউই পেসার। 

চোট পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ জেমিসন। তবে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। চোটের বিষয়ে তিনি বলেছেন, ‘সর্বশেষ কয়েকটি দিন ভীষণ চ্যালেঞ্জের ছিল। তবে আমি কৃতজ্ঞ। জীবনসঙ্গিনী, পরিবার, সতীর্থ এবং মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে। জানি, চোট ক্রিকেটারের জীবনের একটা অংশ। আশা করি ভবিষ্যতে খেলার জন্য আরও অনেক দিন পড়ে আছে।’ 

পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে পরে সংবাদ সম্মেলনে জেমিসন বলেছেন, ‘কীভাবে সেরে ওঠা যাবে তার একটা পরিকল্পনা হয়েছে। তবে মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে। আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন এবং কিছুটা সময় চলে গেছে। কিন্তু এরপর মনে হবে এখনো অনেক সময় বাকি রয়েছে। এটা কঠিন, কারণ কেউ চাইবে না এটার মধ্য দিয়ে যেতে। প্রতিবারই আশা করি, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই জানি এটা আমার ক্যারিয়ারেরই অংশ।’ 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জেমিসন। দলের অন্যতম সদস্যের চোটের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। চোট গুরুতর হওয়ায় ক্রিকইনফো জানিয়েছে, কিউই পেসারের মাঠে ফিরতে এক বছরের মতো সময় লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত