ভারতের রঞ্জি ট্রফির দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই নেতৃত্বে থাকবেন মোহাম্মদ মিঠুন। তবে কোচিং স্টাফে থাকছেন না রাসেল ডমিঙ্গো ৷
এ মাসে দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে কাজ করার কথা ছিল ডমিঙ্গোর ৷ সিরিজটা স্থগিত হলে বিসিবি দ্রুতই ভারত সফরের ব্যবস্থা করায় বাংলাদেশ দলের প্রোটিয়া কোচের ছুটি বাড়ছে। তিনি আপাতত আসছেন না বাংলাদেশে। এই সিরিজে বিসিবি একাদশের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল, তালহা জুবায়ের, রাজিন সালেহদের মতো স্থানীয় কোচরা ৷
ভারত সফরে দলের নাম ‘বিসিবি একাদশ’ হলেও আদতে এটিই ‘এ’ দল ৷ ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আছেন এনামুল হক বিজয়ের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারও। বিসিবি একাদশ চেন্নাইয়ে রওনা দেবে আগামী ৯ অক্টোবর। ফিরবে ১ নভেম্বর।
চার দিনের ম্যাচের দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুদ্ধ, মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
সিরিজের সময়সূচি
১২-১৫ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
১৯-২২ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
২৭ অক্টোবর—প্রথম ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
২৯ অক্টোবর—দ্বিতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
৩১ অক্টোবর—তৃতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
ভারতের রঞ্জি ট্রফির দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই নেতৃত্বে থাকবেন মোহাম্মদ মিঠুন। তবে কোচিং স্টাফে থাকছেন না রাসেল ডমিঙ্গো ৷
এ মাসে দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে কাজ করার কথা ছিল ডমিঙ্গোর ৷ সিরিজটা স্থগিত হলে বিসিবি দ্রুতই ভারত সফরের ব্যবস্থা করায় বাংলাদেশ দলের প্রোটিয়া কোচের ছুটি বাড়ছে। তিনি আপাতত আসছেন না বাংলাদেশে। এই সিরিজে বিসিবি একাদশের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল, তালহা জুবায়ের, রাজিন সালেহদের মতো স্থানীয় কোচরা ৷
ভারত সফরে দলের নাম ‘বিসিবি একাদশ’ হলেও আদতে এটিই ‘এ’ দল ৷ ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আছেন এনামুল হক বিজয়ের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারও। বিসিবি একাদশ চেন্নাইয়ে রওনা দেবে আগামী ৯ অক্টোবর। ফিরবে ১ নভেম্বর।
চার দিনের ম্যাচের দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুদ্ধ, মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
সিরিজের সময়সূচি
১২-১৫ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
১৯-২২ অক্টোবর—চার দিনের ম্যাচ—চিদাম্বরাম স্টেডিয়াম
২৭ অক্টোবর—প্রথম ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
২৯ অক্টোবর—দ্বিতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
৩১ অক্টোবর—তৃতীয় ওয়ানডে—চিদাম্বরাম স্টেডিয়াম
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১১ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১১ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে