Ajker Patrika

আইসিসির মাসসেরা খেলোয়াড় সাকিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬: ২১
আইসিসির মাসসেরা খেলোয়াড় সাকিব 

মুশফিকুর রহিমের পর এবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। একইদিন টি–টোয়েন্টিতে আইসিসির সেরা অলরাউন্ডার হওয়ার স্বীকৃতিও পেয়েছেন সাকিব। 

জুলাই মাসেসেরা হতে সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়েলশকে। একই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্ট্যাফানি টেইলর। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলা সাকিব ভালো খেলেছেন জিম্বাবুয়ে সফরেও। ওই সফরে তিন সংস্করণের ৭ ম্যাচে ১৮৫ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১৬ উইকেট। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের অপরাজিত ৯৬ রানে ভর করেই হারার মুখ থেকে জয় পেয়েছিল বাংলাদেশ। 
পুরস্কার পাওয়ার পর সাকিব আইসিসির কাছে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আইসিসির পুরুষদের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুবই সম্মানের। ওই মাসে সময়টা আমার ভালো গেছে। সে কারণে এই পুরস্কার আমার কাছে বিশেষ।’ 

সাকিবকে ব্যক্তিগত পারফরম্যান্সে চেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে দলের জয়ে অবদান রাখার বিষয়টি। সাকিব আইসিসির সেটি বলেছেন এভাবে, ‘যখন আমি জয়ে অবদান রাখি তখন আমি সবচেয়ে বেশি আনন্দ ও সন্তুষ্টি পাই। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি।’ 

এ বছর থেকেই শুরু হয়েছে আইসিসির মাসের সেরা পুরস্কার দেওয়ার রীতি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরের মাসেই পেলেন সাকিব। এবার টানা তিন মাস—এই পুরস্কার পাওয়ার অপেক্ষা বাংলাদেশের সমর্থকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত