ক্রীড়া ডেস্ক
টেস্ট-ওয়ানডে সংস্করণে আলো ছড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। বিসিবির ঘোষিত দলে প্রথমে ছিলেন না এই পেসার। ওয়ানডে সিরিজ শেষ করে তাই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন নাহিদ। বল হাতেও গতির ঝড় দেখিয়েছেন ক্যারিবীয় দ্বীপে। তাই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলেও তাঁকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।
কোচ ফিল সিমন্স আগেই আভাস দিয়েছিলেন, টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে যেতে পারে নাহিদ রানার। আগামীকাল ভোরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সংস্করণে ২২ বছর বয়সী পেসারের অভিষেক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নাহিদকে দলে যুক্ত করার প্রসঙ্গে বিকালে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে নিয়ে স্কোয়াড হলো ১৬ সদস্যের। এরই মধ্যে ৬ টেস্ট ও ৩ ওয়ানডেতে ২৪টি উইকেট নিয়েছেন নাহিদ।
নাহিদ ছাড়াও এই সিরিজের দলে আছেন প্রথমবার ডাক পাওয়া রিপন মণ্ডল। পেস বোলিং আক্রমণে তাঁদের সঙ্গে আরও আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেবেন লিটন দাস।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।
টেস্ট-ওয়ানডে সংস্করণে আলো ছড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। বিসিবির ঘোষিত দলে প্রথমে ছিলেন না এই পেসার। ওয়ানডে সিরিজ শেষ করে তাই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন নাহিদ। বল হাতেও গতির ঝড় দেখিয়েছেন ক্যারিবীয় দ্বীপে। তাই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলেও তাঁকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।
কোচ ফিল সিমন্স আগেই আভাস দিয়েছিলেন, টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে যেতে পারে নাহিদ রানার। আগামীকাল ভোরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সংস্করণে ২২ বছর বয়সী পেসারের অভিষেক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নাহিদকে দলে যুক্ত করার প্রসঙ্গে বিকালে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে নিয়ে স্কোয়াড হলো ১৬ সদস্যের। এরই মধ্যে ৬ টেস্ট ও ৩ ওয়ানডেতে ২৪টি উইকেট নিয়েছেন নাহিদ।
নাহিদ ছাড়াও এই সিরিজের দলে আছেন প্রথমবার ডাক পাওয়া রিপন মণ্ডল। পেস বোলিং আক্রমণে তাঁদের সঙ্গে আরও আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেবেন লিটন দাস।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে