Ajker Patrika

শেষ মুহূর্তে নাহিদ রানাকে টি-টোয়েন্টি দলে নিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১: ৪৬
এবার টি-টোয়েন্টি দলে নাহিদ রানা। ছবি: সংগৃহীত
এবার টি-টোয়েন্টি দলে নাহিদ রানা। ছবি: সংগৃহীত

টেস্ট-ওয়ানডে সংস্করণে আলো ছড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। বিসিবির ঘোষিত দলে প্রথমে ছিলেন না এই পেসার। ওয়ানডে সিরিজ শেষ করে তাই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন নাহিদ। বল হাতেও গতির ঝড় দেখিয়েছেন ক্যারিবীয় দ্বীপে। তাই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলেও তাঁকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।

কোচ ফিল সিমন্স আগেই আভাস দিয়েছিলেন, টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে যেতে পারে নাহিদ রানার। আগামীকাল ভোরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সংস্করণে ২২ বছর বয়সী পেসারের অভিষেক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

নাহিদকে দলে যুক্ত করার প্রসঙ্গে বিকালে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে নিয়ে স্কোয়াড হলো ১৬ সদস্যের। এরই মধ্যে ৬ টেস্ট ও ৩ ওয়ানডেতে ২৪টি উইকেট নিয়েছেন নাহিদ।

নাহিদ ছাড়াও এই সিরিজের দলে আছেন প্রথমবার ডাক পাওয়া রিপন মণ্ডল। পেস বোলিং আক্রমণে তাঁদের সঙ্গে আরও আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেবেন লিটন দাস।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত