এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল। ১৭ জনের দলে নতুন মুখ অফ-স্পিনার মওসুম ঢাকাল। দলে ফিরেছেন ব্যাটার সন্দীপ জোরা। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নেপাল দলে ছিলেন না তিনি।
নেতৃত্ব থাকছে রোহিত পোডেলের কাঁধে। এই অলরাউন্ডারের নেতৃত্বে ২৭ ওয়ানডের মধ্যে নেপাল জিতেছে ১৭ ম্যাচ। দলে আছেন অভিজ্ঞ লেগি সন্দীপ লামিচানেও।
ঢাকালকে এখনো শীর্ষ-পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। সবশেষ তাঁকে দেখা গেছে এসিসি ইমার্জিং কাপে। সংযুক্ত আরব আমিরাত 'এ' দলের বিপক্ষে টুর্নামেন্টের এক মাত্র জয়ের ম্যাচে দুই উইকেট নেন তিনি। জোরাও সেই ম্যাচ খেলেছেন। নেপালের ১৫৮ রানের সফল তাড়ায় তিনি ১৫ বলে করেন ২৪ রান।
এবারই প্রথম এশিয়া কাপ খেলবে নেপাল। গত মাসে সাবেক অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্ল অবসর নেওয়ার পর এবারই প্রথম ওয়ানডে স্কোয়াড দিল তারা। ৬ দলের এশিয়া কাপে নেপাল পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের দুই প্রতিপক্ষ দুই এশিয়ান জায়ান্ট পাকিস্তান ও নেপাল।
৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের সহআয়োজক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নেপাল। ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ।
নেপালের ওয়ানডে স্কোয়াড: রোহিত পোডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মল্ল, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোরা, অর্জুন সৌদ এবং মওসুম ঢাকাল।
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল। ১৭ জনের দলে নতুন মুখ অফ-স্পিনার মওসুম ঢাকাল। দলে ফিরেছেন ব্যাটার সন্দীপ জোরা। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নেপাল দলে ছিলেন না তিনি।
নেতৃত্ব থাকছে রোহিত পোডেলের কাঁধে। এই অলরাউন্ডারের নেতৃত্বে ২৭ ওয়ানডের মধ্যে নেপাল জিতেছে ১৭ ম্যাচ। দলে আছেন অভিজ্ঞ লেগি সন্দীপ লামিচানেও।
ঢাকালকে এখনো শীর্ষ-পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। সবশেষ তাঁকে দেখা গেছে এসিসি ইমার্জিং কাপে। সংযুক্ত আরব আমিরাত 'এ' দলের বিপক্ষে টুর্নামেন্টের এক মাত্র জয়ের ম্যাচে দুই উইকেট নেন তিনি। জোরাও সেই ম্যাচ খেলেছেন। নেপালের ১৫৮ রানের সফল তাড়ায় তিনি ১৫ বলে করেন ২৪ রান।
এবারই প্রথম এশিয়া কাপ খেলবে নেপাল। গত মাসে সাবেক অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্ল অবসর নেওয়ার পর এবারই প্রথম ওয়ানডে স্কোয়াড দিল তারা। ৬ দলের এশিয়া কাপে নেপাল পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের দুই প্রতিপক্ষ দুই এশিয়ান জায়ান্ট পাকিস্তান ও নেপাল।
৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের সহআয়োজক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নেপাল। ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ।
নেপালের ওয়ানডে স্কোয়াড: রোহিত পোডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মল্ল, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোরা, অর্জুন সৌদ এবং মওসুম ঢাকাল।
বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
১ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২ ঘণ্টা আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
৪ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৪ ঘণ্টা আগে