Ajker Patrika

সাকিবের ঝড়ের দিনে সাব্বিরের সেঞ্চুরির আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৪: ৫২
সাকিবের ঝড়ের দিনে সাব্বিরের সেঞ্চুরির আক্ষেপ

শিরোপার দৌড়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে জয়ের বিকল্প নেই। আবাহনীর কাছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারলে শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে থাকবে শিরোপার লড়াই। তখন শিরোপার লড়াই হবে শেখ জামাল আর রূপগঞ্জের মধ্যে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপর ঝড় বইয়ে দিলেন সাকিব আল হাসান। তাঁর সঙ্গে দারুণ এক ইনিংস খেললেন সাব্বির রহমান। দুজনের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে রূপগঞ্জ।

আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৯৩ রান তুলেছে রূপগঞ্জ। ব্যাট হাতে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাকিব। আর ৯০ রানের দারুণ ইনিংস খেলেন সাব্বির। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ, রাকিবুল আতিক, মাহবুব মিলন।

উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন ইরফান শুক্কুর ও রাকিবুল হাসান। তাঁদের ৭১ রানের জুটি ভাঙলে ৪৭ রান করে ফেরেন রাকিবুল। খানিক পরই ফেরেন আরেক ওপেনার শুক্কুর (২৯)। তৃতীয় উইকেট জুটিতে সাব্বিরের সঙ্গে দারুণ ব্যাটিং করেন আসরজুড়ে দুর্দান্ত খেলা নাঈম ইসলাম। তাঁদের ১০৩ রানের জুটি ভাঙলে ফেরেন নাঈম (৪২)।

পাঁচে এসে সাব্বিরকে দারুণ সঙ্গ দেন সাকিব। বিধ্বংসী ব্যাটিংয়ে দলের প্রয়োজন মেটান এই বাঁহাতি। ২১ বলে পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ৫৯তম ফিফটি। আল-আমিনের বলে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ২৬ বলে ৫৯ রান। একই সঙ্গে এই ইনিংস খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন সাকিব। ৬ চার ও ৩ ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল ২২৬.৯২ স্ট্রাইক রেটে। 

সাকিবের ঝোড়ো ফিফটির দিনে সেঞ্চুরি মিস করেছেন সাব্বির রহমান। নার্ভাস নাইনটি ছুঁয়ে আউট হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। পেসার নিলয়ের বল স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৮৩ বলে ৯০ রান করা সাব্বির। তবে আউট হয়ে বিরক্তি প্রকাশ করেন সাব্বির। আম্পায়ারকে বল থাই প্যাডে লাগার ইশারা করেন। ৬ চার ও ৩ ছক্কায় সাজান তাঁর ইনিংসটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত