Ajker Patrika

লিটনকে শ্রীলঙ্কান, মিরাজকে আফগান বানিয়েছে আইসিসি

লিটনকে শ্রীলঙ্কান, মিরাজকে আফগান বানিয়েছে আইসিসি

আজ র‍্যাঙ্কিংয়ের তথ্য হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তবে হঠাৎ করে সেই বিবৃতি পড়তে গেলে চমকে উঠতে পারে যে কেউ। সেই খবরে হাস্যকর সব ভুল করে রেখেছে আইসিসি। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে বানিয়ে দিয়েছে শ্রীলঙ্কান। আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নাকি খেলেন আফগানিস্তানের হয়ে!

আজকের র‍্যাঙ্কিংয়ের খবরটা অবশ্য আনন্দ নিয়েই এসেছিল লিটনের জন্য। দারুণ ছন্দে থাকার ফলস্বরূপ ওয়ানডেতে নিজের সেরা অবস্থানে ওঠে এসেছেন লিটন। এখন লিটনের অবস্থান ৩২ নম্বর। তবে এই খবর পড়তে গিয়ে ভ্রু কুঁচকে লিটন যদি বিরক্তি প্রকাশ করেন তাতে অবশ্য অবাক হওয়ার সুযোগ নেই। বিবৃতির একটি অংশে লেখা হয়েছে, ‘বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার লিটন ওঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৩২ নম্বর অবস্থানে।’ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে ‘শ্রীলঙ্কা’র লিটন কীভাবে খেললেন তা নিয়ে অবশ্য খবরের কোথাও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। 

বিবৃতিতে ভুল করেছে আইসিসিএকই রকম হাস্যকর আরেকটি ভুলও দেখা গেছে এই সংবাদে। যেখানে মিরাজকে বলা হয়েছে রশিদের সতীর্থ। যদিও আগামীকাল এই দুই ‘সতীর্থ’ একে অপরের বিপক্ষেই মাঠে নামবে।

আইসিসির এই বিবৃতি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। আইসিসির এই ভুল নিয়ে ট্রোল ও হাসাহাসিও করছেন অনেকে। এই প্রতিবেদন লেখার সময় লিটনের অংশটুকু সরিয়ে নিলেও, তখনো দেখা যাচ্ছিল মিরাজকে নিয়ে করা ভুলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত