বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বিতর্ক। সে হোক কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ঘরোয়া সিরিজ। আজ সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টির আগে আবারও তেমন বিতর্ক দেখা যাবে কিনা সেটি ছিল আলোচনায়।
তবে বড় কোনো বিতর্ক না হলেও সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শকেরা দেখল লঙ্কানদের ‘টাইমড আউট’ উদ্যাপন। বাংলাদেশকে শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পর ট্রফি হাতে সবাই দাঁড়িয়ে বাংলাদেশ দলকে কটাক্ষ করে টাইমড আউট উদ্যাপন করেন লঙ্কান ক্রিকেটাররা। এক হাত দিয়ে আরেক হাতে ঘড়ির সময় দেখার মতো উদ্যাপনে মেতে ওঠেন তাঁরা।
কেন এই টাইমড আউট উদ্যাপন। সেটি এই সিরিজে আরেকবার মনে করিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর সঙ্গেই যে ক্রিকেট ইতিহাসের এই অবিশ্বাস্য আউটটি! ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে রবিন রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ম্যাথুসকে টাইমড আউট করেন সে ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব এই আউট করেন নাজমুল হোসেন শান্তর কথায়। সাকিব এই সিরিজে খেলেননি, তবে সেই এই সিরিজে যে শান্তই অধিনায়ক! আশা জাগিয়েও সিরিজ হারের সঙ্গে শান্তর কাঁটা ঘায়ে টাইমড আউট দেখিয়ে যেন নুনের ছিঁটায় দিলেন লঙ্কানরা।
এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে বল খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটে উইকেটে এলেও বল খেলতে পারেননি। তখনই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করান। তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলই তখন আবেদনটি করে।
আজকের ম্যাচে বিতর্ক হয়নি এমনটাও নয়। নুয়ান তুশারা হ্যাটট্রিক করার পথে তাওহীদ হৃদয়কে শূন্য উপহার দিয়ে ফেরত পাঠান। কিন্তু বোল্ড হওয়ার পর লঙ্কানদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান বাংলাদেশি ব্যাটার। মাঠে ‘বাঘ-সিংহের’ ম্যাচ আর বিতর্ক না ছড়িয়ে কী পারে!
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বিতর্ক। সে হোক কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ঘরোয়া সিরিজ। আজ সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টির আগে আবারও তেমন বিতর্ক দেখা যাবে কিনা সেটি ছিল আলোচনায়।
তবে বড় কোনো বিতর্ক না হলেও সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শকেরা দেখল লঙ্কানদের ‘টাইমড আউট’ উদ্যাপন। বাংলাদেশকে শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পর ট্রফি হাতে সবাই দাঁড়িয়ে বাংলাদেশ দলকে কটাক্ষ করে টাইমড আউট উদ্যাপন করেন লঙ্কান ক্রিকেটাররা। এক হাত দিয়ে আরেক হাতে ঘড়ির সময় দেখার মতো উদ্যাপনে মেতে ওঠেন তাঁরা।
কেন এই টাইমড আউট উদ্যাপন। সেটি এই সিরিজে আরেকবার মনে করিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর সঙ্গেই যে ক্রিকেট ইতিহাসের এই অবিশ্বাস্য আউটটি! ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে রবিন রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ম্যাথুসকে টাইমড আউট করেন সে ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব এই আউট করেন নাজমুল হোসেন শান্তর কথায়। সাকিব এই সিরিজে খেলেননি, তবে সেই এই সিরিজে যে শান্তই অধিনায়ক! আশা জাগিয়েও সিরিজ হারের সঙ্গে শান্তর কাঁটা ঘায়ে টাইমড আউট দেখিয়ে যেন নুনের ছিঁটায় দিলেন লঙ্কানরা।
এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে বল খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটে উইকেটে এলেও বল খেলতে পারেননি। তখনই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করান। তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলই তখন আবেদনটি করে।
আজকের ম্যাচে বিতর্ক হয়নি এমনটাও নয়। নুয়ান তুশারা হ্যাটট্রিক করার পথে তাওহীদ হৃদয়কে শূন্য উপহার দিয়ে ফেরত পাঠান। কিন্তু বোল্ড হওয়ার পর লঙ্কানদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান বাংলাদেশি ব্যাটার। মাঠে ‘বাঘ-সিংহের’ ম্যাচ আর বিতর্ক না ছড়িয়ে কী পারে!
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে