Ajker Patrika

ভারত-পাকিস্তান ফাইনাল চাইছেন হেইডেন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৯: ২৪
Thumbnail image

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল হতে নিজেদের কাজ সেরে রেখেছে পাকিস্তান। সিডনিতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এখন ম্যাথ্যু হেইডেন যেন চাইছেন, অ্যাডিলেডে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দিক ভারত।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বকাপে অনেকবার মুখোমুখি হলেও ফাইনালে মুখোমুখি হয়নি। ১৫ বছর পর আবার সেই স্বপ্নের ফাইনাল হওয়ার সুযোগ রয়েছে। অ্যাডিলেডে যদি ভারত আগামীকাল ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে ১৩ নভেম্বর মেলবোর্নে মুখোমুখি হবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তান সম্ভাব্য ফাইনাল প্রসঙ্গে হেইডেন বলেন, ‘আমি চাই ভারতের বিপক্ষে খেলতে। এটা অসাধারণ হবে।’

সিডনিতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০ ওভারে ৪ উইকেটে নিউজিল্যান্ড করে ১৫২ রান। শাহিন আফ্রিদি নিয়েছেন দুই উইকেট এবং মোহাম্মদ নওয়াজ নিয়েছেন এক উইকেট। নিউজিল্যান্ডকে বেশিরভাগ সময়ে হাত খুলে খেলতে দেননি পাকিস্তানের বোলাররা। আর ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান এগিয়ে যায় উদ্বোধনী জুটিতেই। উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করেছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।

বাবর-রিজওয়ান জুটি এবং পাকিস্তানের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘প্রত্যেকে বাবর এবং রিজওয়ানকে নিয়ে কথা বলবে। এই দুজন পাকিস্তানের হয়ে অনেক দিন ধরে দারুণ খেলছে। তবে আমাদের বোলাররা দুর্দান্ত কাজ করেছে। এই মাঠে বোলারদের মানিয়ে নিতে হয় এবং আমরা শাহিনকে পেয়েছি। বল একবার রিভার্স সুইং করলে তাকে সামলানো কঠিন। হারিস ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত