নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এবার আইপিএলে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুদিন পর শুরু দেশের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই মোস্তাফিজকে পেতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, মোস্তাফিজ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন।
অবশ্য যাঁকে নিয়ে এত আশা, সেই মোস্তাফিজ ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনবাধায় প্রায় দুই সপ্তাহ ছিলেন হোটেলবন্দী। নিজের প্রস্তুতির ঘাটতি যে তিনি চিন্তিত, দুদিন আগে সেটি বাঁহাতি পেসার নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আজ সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে।
তামিম অবশ্য মনে করেন না মোস্তাফিজের প্রস্তুতিতে ঘাটতি আছে। শুধু মোস্তাফিজ নন, দলের কারও প্রস্তুতির ঘাটতি নেই বলে দাবি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের, ‘আমরা গত পাঁচ মাসে টানা খেলার মধ্যে ছিলাম। প্রস্তুতির ঘাটতি আছে, এটা বলা যাবে না।’
তামিমের চোখে মোস্তাফিজ তাঁর দলের পেস বোলিং শক্তির অন্যতম সেরা অস্ত্র। বাঁহাতি পেসারের ওপর তাঁর সব সময়ই আস্থা আছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আইপিএলের ফর্মটা ধরে রাখবেন মোস্তাফিজ, এটাই আশা তামিমের, ‘কোনো খেলোয়াড় যদি চার–পাঁচ ম্যাচ যদি ভালো না খেলে, মনে করি না সে শেষ হয়ে গেছে! এক–দুই ম্যাচ যদি খুবই ভালো খেলে মনে করি না যে সে বিশ্বের সেরা বোলার হয়ে গেছে। মোস্তাফিজ আমাদের সেরা বোলিং অস্ত্র। আইপিএলে সে যে বোলিং করেছে, দেখতে ভালো লেগেছে। সবাই চাই যে সে ওই বোলিং সব সময় করুক। মনে রাখতে হবে যে সে উইকেট থেকেও সহায়তা পেয়েছে। এটা যদি যে ধরে রাখতে পারে বাংলাদেশ দলই বেশি লাভবান হবে।’
ঢাকা: এবার আইপিএলে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুদিন পর শুরু দেশের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই মোস্তাফিজকে পেতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আশা, মোস্তাফিজ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন।
অবশ্য যাঁকে নিয়ে এত আশা, সেই মোস্তাফিজ ভারত থেকে ফিরে কোয়ারেন্টিনবাধায় প্রায় দুই সপ্তাহ ছিলেন হোটেলবন্দী। নিজের প্রস্তুতির ঘাটতি যে তিনি চিন্তিত, দুদিন আগে সেটি বাঁহাতি পেসার নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আজ সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে।
তামিম অবশ্য মনে করেন না মোস্তাফিজের প্রস্তুতিতে ঘাটতি আছে। শুধু মোস্তাফিজ নন, দলের কারও প্রস্তুতির ঘাটতি নেই বলে দাবি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের, ‘আমরা গত পাঁচ মাসে টানা খেলার মধ্যে ছিলাম। প্রস্তুতির ঘাটতি আছে, এটা বলা যাবে না।’
তামিমের চোখে মোস্তাফিজ তাঁর দলের পেস বোলিং শক্তির অন্যতম সেরা অস্ত্র। বাঁহাতি পেসারের ওপর তাঁর সব সময়ই আস্থা আছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আইপিএলের ফর্মটা ধরে রাখবেন মোস্তাফিজ, এটাই আশা তামিমের, ‘কোনো খেলোয়াড় যদি চার–পাঁচ ম্যাচ যদি ভালো না খেলে, মনে করি না সে শেষ হয়ে গেছে! এক–দুই ম্যাচ যদি খুবই ভালো খেলে মনে করি না যে সে বিশ্বের সেরা বোলার হয়ে গেছে। মোস্তাফিজ আমাদের সেরা বোলিং অস্ত্র। আইপিএলে সে যে বোলিং করেছে, দেখতে ভালো লেগেছে। সবাই চাই যে সে ওই বোলিং সব সময় করুক। মনে রাখতে হবে যে সে উইকেট থেকেও সহায়তা পেয়েছে। এটা যদি যে ধরে রাখতে পারে বাংলাদেশ দলই বেশি লাভবান হবে।’
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১ ঘণ্টা আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
২ ঘণ্টা আগে