Ajker Patrika

আলোকস্বল্পতায় ৩৩ ওভার বাকি থাকতেই শেষ প্রথম দিন

আলোকস্বল্পতায় ৩৩ ওভার বাকি থাকতেই শেষ প্রথম দিন

দিনের খেলা ৩৩ ওভার বাকি থাকতেই শেষ মিরপুর টেস্টের প্রথম দিন। মেঘাচ্ছন্ন আকাশে আলোকস্বল্পতার কারণে তৃতীয় সেশনের একটি বলও মাঠে গড়ায়নি। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬২।

আগামীকাল নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হবে ম্যাচ। আর খেলা হবে ৯৮ ওভার। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় সেশনে ১৩ ওভার শেষে বৃষ্টির কারণেও খেলা বন্ধ ছিল।

আবহাওয়ার পূর্বাভাসে তখন জানানো হয়েছিল বৃষ্টির সম্ভাবনা। উইকেট ঢেকে ফেলা হয়েছিল কাভার দিয়ে। পরে দ্বিতীয় সেশনের খেলা মাঠে গড়ালেও আবহাওয়ার কারণে আলোকস্বল্পতায় তৃতীয় সেশনে খেলোয়াড়েরা মাঠে নেমেও ফিরে যান ড্রেসিংরুমে। পরে দুই আম্পায়ার  পরিস্থিতির উন্নতি না দেখে দিনের খেলা সমাপ্তির ঘোষণা দেন। 

এর আগে চট্টগ্রাম টেস্টের ধারাবাহিকতা ধরে রেখে মিরপুরেও পাকিস্তানকে ভালো শুরু এনে দিয়েছিলেন আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। তাঁদের জুটিটা ভয়ংকর হয়ে ওঠার আগেই অবশ্য জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। পাকিস্তানের দুই ওপেনারকেই শিকার করে প্রথম সেশনে বাংলাদেশকে স্বস্তি এনে দেন এই  বাঁহাতি স্পিনার। 

মধ্যাহ্নভোজের বিরতির পর আর কোনো উইকেট নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাবলীল ব্যাটিংয়ে পাকিস্তানকে এগিয়ে নেন অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ আজহার আলী। দিন শেষে বাবর ৬০ রানে ও আজহার ৩৬ রানে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত