আবরার আহমেদকে থার্ড ম্যান দিয়ে কাট করলেন লিটন দাস। সীমানার দড়ি স্পর্শ করতেই হেলমেটটা খুললেন লিটন। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ডাগআউট থেকে মুহুর্মুহু হাততালি দিতে থাকেন তাঁর সতীর্থরা। উপলক্ষ্যটা যে লিটনের চতুর্থ টেস্ট সেঞ্চুরির।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে লিটন সেঞ্চুরি করেছেন বন্ধুর পথ পাড়ি দিয়ে। ব্যাটিং করতে নেমেছেন দলের বিপদের মুহূর্তে। নিজেও ছক্কা মারতে গিয়ে লুটিয়ে পড়েন। তবু দমে যাননি। ধৈর্যের পরিচয় দিয়ে করলেন সেঞ্চুরি। ২৮ মাস পর ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েছেন। সবশেষ সেঞ্চুরি তিনি পেয়েছিলেন। মিরপুরে ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে এসেছিল লিটনের সেই সেঞ্চুরি।
প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুড়ি-মুড়কির মতো উইকেট হারাতে থাকা বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৩ ওভারে ৫ উইকেটে ২৬ রান। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামেন লিটন। ব্যাটিংয়ে নেমে পরের ওভারেই দেখলেন সতীর্থ সাকিব আল হাসানের বিদায়।
সাকিবের বিদায়ে যখন ৬ উইকেটে যখন ২৬ রানে পরিণত হয় বাংলাদেশ, তখন লিটন ও মেহেদী হাসান মিরাজ দলের হাল ধরেন। সপ্তম উইকেট জুটিতে মিরাজ ও লিটন যোগ করেন ১৬৫ রান। প্রথাগত টেস্ট মেজাজে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন লিটন। বেশি আক্রমণাত্মক হতে গিয়েই যে বিপদ ডেকে আনেন। ৫০তম ওভারের পঞ্চম বলে খুররম শাহজাদকে পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন লিটন। ছক্কা মারতে গিয়ে মাংসপেশিতে টান খেয়ে লুটিয়ে পড়েন। সেবা-শুশ্রুষা নিয়ে আবার ব্যাটিংয়ে নামেন।
মিরাজকে ফিরিয়ে ১৬৫ রানের জুটি ভেঙেছেন খুররম। ১২৪ বলে ৭৮ রানে করেছেন মিরাজ। তাতে খুররম টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। পাকিস্তান পেসার ষষ্ঠ উইকেট নিয়েছেন তাসকিনকে এলবিডব্লুর ফাঁদে ফেলে। ১৯৩ রানে ৮ উইকেটে পরিণত হলে ব্যাটিংয়ে নামেন হাসান মাহমুদ। চা পানের বিরতির পর লিটনের ব্যাটিংয়ের ধরনও বদলে গেছে। দৌড়ে রান কম নিয়েছেন। এমনকি নিশ্চিত সিঙ্গেলও নেননি তিনি।
সেঞ্চুরির আগেই অবশ্য থামতে পারত লিটনের ইনিংস। ৬১তম ওভারের তৃতীয় বলে আবরার আহমেদের মাথার ওপর দিয়ে শট খেলতে যান লিটন। আবরার কট এন্ড বোল্ডের চেষ্টা করেও ধরতে পারেননি। লিটনের স্কোর তখন ১৫১ বলে ৯০ রান। জীবন পেয়ে একটু সতর্ক হয়ে যান লিটন। ১৭১ বলে তিনি পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
আবরার আহমেদকে থার্ড ম্যান দিয়ে কাট করলেন লিটন দাস। সীমানার দড়ি স্পর্শ করতেই হেলমেটটা খুললেন লিটন। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ডাগআউট থেকে মুহুর্মুহু হাততালি দিতে থাকেন তাঁর সতীর্থরা। উপলক্ষ্যটা যে লিটনের চতুর্থ টেস্ট সেঞ্চুরির।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে লিটন সেঞ্চুরি করেছেন বন্ধুর পথ পাড়ি দিয়ে। ব্যাটিং করতে নেমেছেন দলের বিপদের মুহূর্তে। নিজেও ছক্কা মারতে গিয়ে লুটিয়ে পড়েন। তবু দমে যাননি। ধৈর্যের পরিচয় দিয়ে করলেন সেঞ্চুরি। ২৮ মাস পর ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েছেন। সবশেষ সেঞ্চুরি তিনি পেয়েছিলেন। মিরপুরে ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে এসেছিল লিটনের সেই সেঞ্চুরি।
প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুড়ি-মুড়কির মতো উইকেট হারাতে থাকা বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৩ ওভারে ৫ উইকেটে ২৬ রান। এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামেন লিটন। ব্যাটিংয়ে নেমে পরের ওভারেই দেখলেন সতীর্থ সাকিব আল হাসানের বিদায়।
সাকিবের বিদায়ে যখন ৬ উইকেটে যখন ২৬ রানে পরিণত হয় বাংলাদেশ, তখন লিটন ও মেহেদী হাসান মিরাজ দলের হাল ধরেন। সপ্তম উইকেট জুটিতে মিরাজ ও লিটন যোগ করেন ১৬৫ রান। প্রথাগত টেস্ট মেজাজে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন লিটন। বেশি আক্রমণাত্মক হতে গিয়েই যে বিপদ ডেকে আনেন। ৫০তম ওভারের পঞ্চম বলে খুররম শাহজাদকে পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন লিটন। ছক্কা মারতে গিয়ে মাংসপেশিতে টান খেয়ে লুটিয়ে পড়েন। সেবা-শুশ্রুষা নিয়ে আবার ব্যাটিংয়ে নামেন।
মিরাজকে ফিরিয়ে ১৬৫ রানের জুটি ভেঙেছেন খুররম। ১২৪ বলে ৭৮ রানে করেছেন মিরাজ। তাতে খুররম টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। পাকিস্তান পেসার ষষ্ঠ উইকেট নিয়েছেন তাসকিনকে এলবিডব্লুর ফাঁদে ফেলে। ১৯৩ রানে ৮ উইকেটে পরিণত হলে ব্যাটিংয়ে নামেন হাসান মাহমুদ। চা পানের বিরতির পর লিটনের ব্যাটিংয়ের ধরনও বদলে গেছে। দৌড়ে রান কম নিয়েছেন। এমনকি নিশ্চিত সিঙ্গেলও নেননি তিনি।
সেঞ্চুরির আগেই অবশ্য থামতে পারত লিটনের ইনিংস। ৬১তম ওভারের তৃতীয় বলে আবরার আহমেদের মাথার ওপর দিয়ে শট খেলতে যান লিটন। আবরার কট এন্ড বোল্ডের চেষ্টা করেও ধরতে পারেননি। লিটনের স্কোর তখন ১৫১ বলে ৯০ রান। জীবন পেয়ে একটু সতর্ক হয়ে যান লিটন। ১৭১ বলে তিনি পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে