ক্রীড়া ডেস্ক
শেখ মেহেদী হাসানকে সামলাতে আজ রীতিমতো হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে মারবেন নাকি রক্ষণাত্মক খেলবেন-উইন্ডিজের ব্যাটাররা দ্বিধায় ভুগেছেন। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই ক্যারিবীয় দ্বীপে মেহেদী। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই রংপুর রাইডার্সের শিরোপা জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬.৪৩ ইকোনমিতে টুর্নামেন্টে নিয়েছেন ৮ উইকেট। তখনই বুঝতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠ স্পিনারদের জন্য কতটা সহায়ক। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,রস্টন চেজ-ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারকে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদী।
উইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর মেহেদী উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘সোজা বোলিংয়ের চেষ্টা করেছি এবং প্রক্রিয়ায় লেগে থাকতে চেয়েছি। এই উইকেটটা উপভোগ করেছি। এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছি এবং সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ দিয়ে প্রায় ১ বছর পর ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে শামীমের সঙ্গে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মেহেদী। এই জুটিতেই মূলত বাংলাদেশ ১৪০ পেরোতে পেরেছে। শামীমকে নিয়ে মেহেদী বলেন,‘শামীম দারুণ খেলেছে। আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শামীমের সঙ্গে জুটি গড়তে সাধ্যমত চেষ্টা করেছি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামীম ও জাকের আলী অনিক। মেহেদী ২৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুই চার ও এক ছক্কা মেরেছেন। এরপর ১৪৮ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শেখ মেহেদী হাসানকে সামলাতে আজ রীতিমতো হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে মারবেন নাকি রক্ষণাত্মক খেলবেন-উইন্ডিজের ব্যাটাররা দ্বিধায় ভুগেছেন। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই ক্যারিবীয় দ্বীপে মেহেদী। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই রংপুর রাইডার্সের শিরোপা জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬.৪৩ ইকোনমিতে টুর্নামেন্টে নিয়েছেন ৮ উইকেট। তখনই বুঝতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠ স্পিনারদের জন্য কতটা সহায়ক। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,রস্টন চেজ-ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারকে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদী।
উইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর মেহেদী উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘সোজা বোলিংয়ের চেষ্টা করেছি এবং প্রক্রিয়ায় লেগে থাকতে চেয়েছি। এই উইকেটটা উপভোগ করেছি। এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছি এবং সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ দিয়ে প্রায় ১ বছর পর ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে শামীমের সঙ্গে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মেহেদী। এই জুটিতেই মূলত বাংলাদেশ ১৪০ পেরোতে পেরেছে। শামীমকে নিয়ে মেহেদী বলেন,‘শামীম দারুণ খেলেছে। আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শামীমের সঙ্গে জুটি গড়তে সাধ্যমত চেষ্টা করেছি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামীম ও জাকের আলী অনিক। মেহেদী ২৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুই চার ও এক ছক্কা মেরেছেন। এরপর ১৪৮ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে