ক্রীড়া ডেস্ক
শেখ মেহেদী হাসানকে সামলাতে আজ রীতিমতো হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে মারবেন নাকি রক্ষণাত্মক খেলবেন-উইন্ডিজের ব্যাটাররা দ্বিধায় ভুগেছেন। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই ক্যারিবীয় দ্বীপে মেহেদী। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই রংপুর রাইডার্সের শিরোপা জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬.৪৩ ইকোনমিতে টুর্নামেন্টে নিয়েছেন ৮ উইকেট। তখনই বুঝতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠ স্পিনারদের জন্য কতটা সহায়ক। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,রস্টন চেজ-ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারকে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদী।
উইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর মেহেদী উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘সোজা বোলিংয়ের চেষ্টা করেছি এবং প্রক্রিয়ায় লেগে থাকতে চেয়েছি। এই উইকেটটা উপভোগ করেছি। এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছি এবং সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ দিয়ে প্রায় ১ বছর পর ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে শামীমের সঙ্গে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মেহেদী। এই জুটিতেই মূলত বাংলাদেশ ১৪০ পেরোতে পেরেছে। শামীমকে নিয়ে মেহেদী বলেন,‘শামীম দারুণ খেলেছে। আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শামীমের সঙ্গে জুটি গড়তে সাধ্যমত চেষ্টা করেছি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামীম ও জাকের আলী অনিক। মেহেদী ২৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুই চার ও এক ছক্কা মেরেছেন। এরপর ১৪৮ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শেখ মেহেদী হাসানকে সামলাতে আজ রীতিমতো হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে মারবেন নাকি রক্ষণাত্মক খেলবেন-উইন্ডিজের ব্যাটাররা দ্বিধায় ভুগেছেন। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই ক্যারিবীয় দ্বীপে মেহেদী। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই রংপুর রাইডার্সের শিরোপা জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬.৪৩ ইকোনমিতে টুর্নামেন্টে নিয়েছেন ৮ উইকেট। তখনই বুঝতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠ স্পিনারদের জন্য কতটা সহায়ক। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,রস্টন চেজ-ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারকে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদী।
উইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর মেহেদী উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘সোজা বোলিংয়ের চেষ্টা করেছি এবং প্রক্রিয়ায় লেগে থাকতে চেয়েছি। এই উইকেটটা উপভোগ করেছি। এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছি এবং সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ দিয়ে প্রায় ১ বছর পর ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে শামীমের সঙ্গে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মেহেদী। এই জুটিতেই মূলত বাংলাদেশ ১৪০ পেরোতে পেরেছে। শামীমকে নিয়ে মেহেদী বলেন,‘শামীম দারুণ খেলেছে। আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শামীমের সঙ্গে জুটি গড়তে সাধ্যমত চেষ্টা করেছি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামীম ও জাকের আলী অনিক। মেহেদী ২৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুই চার ও এক ছক্কা মেরেছেন। এরপর ১৪৮ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে