Ajker Patrika

এবার সিরিজ জিততে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০: ০৯
এবার সিরিজ জিততে চায় বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে হেরে একটা চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচ ‘জিততেই হবে’ পরিস্থিতিতে ছিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সেই চাপ তো উড়িয়ে দিয়েছেনই নাজমুল হোসেন শান্তরা, আশা করছেন সিরিজ জয়েরও। 

এই আশার মূলে আছে দ্বিতীয় ম্যাচের দাপুটে পারফরম্যান্স। কি বলে, কি ব্যাটে—শ্রেয়তর দল হিসেবেই জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১১ বল ও ৮ উইকেট অক্ষত রেখেই জিতে যায় বাংলাদেশ। এমন দাপুটে জয়ের পর দলের তো বটেই, নিজের পারফরম্যান্সেও খুশি অধিনায়ক শান্ত, ‘জিততে পেরে ভালো লাগছে। দুটি ম্যাচেই ভালো খেলেছি আমরা। দুর্ভাগ্য, ওই ম্যাচ (প্রথমটি) জিততে পারিনি। দল হিসেবে খেলছি, খুবই খুশি।’ 

নিজের রানে ফেরার কথা বললেন এরপরই, ‘বিপিএল আমার ভালো যায়নি। চেষ্টা করছি, আজ একটু ভালো হয়েছে। চেষ্টা করব সামনে এটা ধরে রাখতে।’

আর দলের চেষ্টা থাকবে সিরিজ জয়। সিরিজের প্রথম দুই ম্যাচেই টস জিতেছেন। শেষ ম্যাচেও কি টস জিততে চান? শান্তর উত্তর ‘টস নয়, ম্যাচ জিততে চাই।’ ৯ মার্চ হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত