নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার মধ্যেই গতকাল রাতে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
গতকাল নিজের স্বীকৃত ফেসবুক পোস্টে অবসরের কথা জানিয়েছেন ২৭৪টি ওয়ানডেতে ৭ হাজার ৭৯৫ রান করা মুশফিক। লিখেছেন, ‘ওয়ানডে সংস্করণ থেকে আজ আমি অবসরের ঘোষণা দিচ্ছি।
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে এই নিয়ে কোনো সন্দেহ নাই যে যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে সদা সর্বদা শতভাগের বেশি নিজেকে উজাড় করে দিয়েছি।’
দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়েও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে রান করতে ব্যর্থ মুশফিক। দুই ম্যাচে করেছেন ২ রান। সবকিছু মিলিয়ে অবসরসংক্রান্ত ফেসবুকের ওই পোস্টে মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটিই আমার নির্ধারিত ভাগ্য।’
৪৯টি ফিফটির পাশাপাশি একদিনের ক্রিকেটে ৯টি সেঞ্চুরি করেছেন মুশফিক।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার মধ্যেই গতকাল রাতে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
গতকাল নিজের স্বীকৃত ফেসবুক পোস্টে অবসরের কথা জানিয়েছেন ২৭৪টি ওয়ানডেতে ৭ হাজার ৭৯৫ রান করা মুশফিক। লিখেছেন, ‘ওয়ানডে সংস্করণ থেকে আজ আমি অবসরের ঘোষণা দিচ্ছি।
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে এই নিয়ে কোনো সন্দেহ নাই যে যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে সদা সর্বদা শতভাগের বেশি নিজেকে উজাড় করে দিয়েছি।’
দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়েও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে রান করতে ব্যর্থ মুশফিক। দুই ম্যাচে করেছেন ২ রান। সবকিছু মিলিয়ে অবসরসংক্রান্ত ফেসবুকের ওই পোস্টে মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটিই আমার নির্ধারিত ভাগ্য।’
৪৯টি ফিফটির পাশাপাশি একদিনের ক্রিকেটে ৯টি সেঞ্চুরি করেছেন মুশফিক।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৯ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
১১ ঘণ্টা আগেভারতের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। আইসিসি ইভেন্ট হলে সেটা বেড়ে যায় বহুগুণে। তার ওপর যদি দলটি ওঠে ফাইনালে, তাহলে তো কথাই নেই। সেকারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই শেষ সব টিকিট।
১১ ঘণ্টা আগে