আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ হয়েছে কিন্তু সাকিব আল হাসানের নাম নেই—এ রকম কখনো কি দেখা গেছে গত ১৭ বছরে? আইসিসির নিষেধাজ্ঞার একটা বছর বাদে সাকিবকে রেখেই সব সময় র্যাঙ্কিং করতে হয়েছে আইসিসিকে। কিন্তু এবার একটু অচেনা বিষয়ের সঙ্গেই পরিচিত হতে হচ্ছে বিশ্ব ক্রিকেটকে। আইসিসি তাদের টি-টোয়েন্টির যে সক্রিয় খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ করেছে, সেখানে নেই সাকিবের নাম।
কেন নেই, সে তো বোঝাই যাচ্ছে। কদিন আগে টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব। স্বাভাবিকভাবেই তাঁর পারফরম্যান্সের হিসাব-নিকাশ হবে না এই দুটি সংস্করণে। তবে ক্যারিয়ারের শেষ টেস্ট নিয়ে এখনো ‘যদি-কিন্তু’ রয়েছে। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব যে টেস্টের ইতি টানার ঘোষণা দিয়েছেন, সেটা নিয়ে রয়েছে সংশয়। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এই সংস্করণের র্যাঙ্কিং থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটারের নাম সরিয়ে ফেলেছে আইসিসি। যেদিন ওয়ানডেকে বিদায় বলবেন, তখন থেকে এখানেও তাঁর নাম থাকবে না।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট ও ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বর উঠেছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছিল ভারত। ব্যাটিং-বোলিংয়ে ছন্দহারা ছিল নাজমুল হোসেন শান্তর দল। এর প্রভাব পড়েছে আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ে। আজ ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তওহীদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আর কেউ নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়।
৪ রান করে প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফেরা লিটন দাস দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২ নম্বরে। এক ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নামলেন ৭৯ নম্বরে। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে একধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই নম্বরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশে দেওয়ার ১২৮ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে তাড়া করেছিল ভারত। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনদের ওপর দিয়ে গেছে ছক্কা-চারের ঝড়। পিছিয়েছেন তাঁরা তিনজনই। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মোস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন।
আরও খবর পড়ুন:
আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ হয়েছে কিন্তু সাকিব আল হাসানের নাম নেই—এ রকম কখনো কি দেখা গেছে গত ১৭ বছরে? আইসিসির নিষেধাজ্ঞার একটা বছর বাদে সাকিবকে রেখেই সব সময় র্যাঙ্কিং করতে হয়েছে আইসিসিকে। কিন্তু এবার একটু অচেনা বিষয়ের সঙ্গেই পরিচিত হতে হচ্ছে বিশ্ব ক্রিকেটকে। আইসিসি তাদের টি-টোয়েন্টির যে সক্রিয় খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ করেছে, সেখানে নেই সাকিবের নাম।
কেন নেই, সে তো বোঝাই যাচ্ছে। কদিন আগে টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব। স্বাভাবিকভাবেই তাঁর পারফরম্যান্সের হিসাব-নিকাশ হবে না এই দুটি সংস্করণে। তবে ক্যারিয়ারের শেষ টেস্ট নিয়ে এখনো ‘যদি-কিন্তু’ রয়েছে। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব যে টেস্টের ইতি টানার ঘোষণা দিয়েছেন, সেটা নিয়ে রয়েছে সংশয়। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এই সংস্করণের র্যাঙ্কিং থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটারের নাম সরিয়ে ফেলেছে আইসিসি। যেদিন ওয়ানডেকে বিদায় বলবেন, তখন থেকে এখানেও তাঁর নাম থাকবে না।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট ও ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বর উঠেছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছিল ভারত। ব্যাটিং-বোলিংয়ে ছন্দহারা ছিল নাজমুল হোসেন শান্তর দল। এর প্রভাব পড়েছে আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ে। আজ ছেলেদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তওহীদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আর কেউ নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়।
৪ রান করে প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফেরা লিটন দাস দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২ নম্বরে। এক ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নামলেন ৭৯ নম্বরে। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে একধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই নম্বরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশে দেওয়ার ১২৮ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে তাড়া করেছিল ভারত। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনদের ওপর দিয়ে গেছে ছক্কা-চারের ঝড়। পিছিয়েছেন তাঁরা তিনজনই। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মোস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন।
আরও খবর পড়ুন:
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে