১০ ম্যাচের ১০ টিতে জিতে ফাইনালে উঠেছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করছে ভারতীয়রা। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা-প্রত্যেকেই আছেন দারুণ ছন্দে। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা চলছেই। সেখানেই এক ব্যতিক্রমী কাজ করলেন পাকিস্তানের সিকান্দার বখত। উল্টো তিনি এক ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বের করেছেন। তাতে বিব্রতবোধ করছেন ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিও।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনালে উঠেছে ১২ বছর পর। একই দিন রোহিতকে নিয়ে এক ‘ষড়যন্ত্র তত্ত্ব’ আবিষ্কার করেছেন বখত। জিও নিয়ে পাকিস্তানের এই ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘আমি কি একটা ষড়যন্ত্র তত্ত্ব দিতে পারি? টসের সময় বিপক্ষ দলের অধিনায়কের থেকে একটু দূরে সরে রোহিত শর্মা কয়েনটা ফেলে। যাতে বিপক্ষ দল কাছাকাছি গিয়ে কি ডাকা হচ্ছে (হেড না টেইল), তা যেন না বুঝতে পারে।’
বখতের এমন বক্তব্য সামাজিকমাধ্যমে আলোড়ন উঠেছে। ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ নিয়ে ‘এ স্পোর্টসে’ আয়োজিত অনুষ্ঠানেও এসেছে এই প্রসঙ্গ (রোহিতকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব)। সেখানে ছিলেন আকরাম, মালিক, মইন খানের মতো তারকারা। এক ভক্তের প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘কয়েন কোথায় পড়বে এই সিদ্ধান্ত কে নেবে? এটা শুধুই পৃষ্ঠপোষকদের জন্য। খুবই বিব্রতবোধ করছি আমি। এমনকি এ নিয়ে আমি মন্তব্যও করতে চাই না।’ মইনের মতে, আলোচনায় আসতেই বখত এমন মন্তব্য করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘তার (সিকান্দার) কোথাও একটা ভুল হচ্ছে। তিনি আলোচনায় আসতে এমনটা করছেন। প্রত্যেক অধিনায়কের টস করার আলাদা ধরন আছে।’ শোয়েব মালিক বলেন, ‘এটা আলোচনা করা উচিতই না।’
এর আগে ভারতের বিরুদ্ধে ‘পিচ জালিয়াতির’ অভিযোগের কথা শোনা যায়। ভারত-নিউজিল্যান্ডের শেষ চারের ম্যাচটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেট হওয়ার কথা। এই মাঠে এখন পর্যন্ত হওয়া লিগ পর্বের চার ম্যাচের একটিও এই উইকেটে হয়নি। সেটি বিবেচনা করেই সেমির ম্যাচ হওয়ার কথা ছিল এখানে। কিন্তু ব্যবহৃত ৬ নম্বর উইকেটে খেলা ভারতের চাওয়াতে হয়েছেই বলে বিশেষ এক প্রতিবেদনে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। উইকেট পরিবর্তনের বিষয়ে অ্যাটকিনসন ইমেলে ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এসব কাজের কারণে যে কেউ অনুমান করতেই পারে এটাই কি প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, যেখানে পিচ বিশেষভাবে পছন্দ ও তৈরী করা হয় দলের টিম ম্যানেজমেন্ট কিংবা আয়োজক দেশের বোর্ডের শীর্ষ স্তরের কর্মকর্তাদের অনুরোধে?’ পরে অবশ্য সুনীল গাভাস্কার পিচ পরিবর্তন নিয়ে অভিযোগকারীদের ধুয়ে দিয়েছেন।
১০ ম্যাচের ১০ টিতে জিতে ফাইনালে উঠেছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করছে ভারতীয়রা। রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা-প্রত্যেকেই আছেন দারুণ ছন্দে। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা চলছেই। সেখানেই এক ব্যতিক্রমী কাজ করলেন পাকিস্তানের সিকান্দার বখত। উল্টো তিনি এক ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বের করেছেন। তাতে বিব্রতবোধ করছেন ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিও।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনালে উঠেছে ১২ বছর পর। একই দিন রোহিতকে নিয়ে এক ‘ষড়যন্ত্র তত্ত্ব’ আবিষ্কার করেছেন বখত। জিও নিয়ে পাকিস্তানের এই ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘আমি কি একটা ষড়যন্ত্র তত্ত্ব দিতে পারি? টসের সময় বিপক্ষ দলের অধিনায়কের থেকে একটু দূরে সরে রোহিত শর্মা কয়েনটা ফেলে। যাতে বিপক্ষ দল কাছাকাছি গিয়ে কি ডাকা হচ্ছে (হেড না টেইল), তা যেন না বুঝতে পারে।’
বখতের এমন বক্তব্য সামাজিকমাধ্যমে আলোড়ন উঠেছে। ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ নিয়ে ‘এ স্পোর্টসে’ আয়োজিত অনুষ্ঠানেও এসেছে এই প্রসঙ্গ (রোহিতকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব)। সেখানে ছিলেন আকরাম, মালিক, মইন খানের মতো তারকারা। এক ভক্তের প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘কয়েন কোথায় পড়বে এই সিদ্ধান্ত কে নেবে? এটা শুধুই পৃষ্ঠপোষকদের জন্য। খুবই বিব্রতবোধ করছি আমি। এমনকি এ নিয়ে আমি মন্তব্যও করতে চাই না।’ মইনের মতে, আলোচনায় আসতেই বখত এমন মন্তব্য করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘তার (সিকান্দার) কোথাও একটা ভুল হচ্ছে। তিনি আলোচনায় আসতে এমনটা করছেন। প্রত্যেক অধিনায়কের টস করার আলাদা ধরন আছে।’ শোয়েব মালিক বলেন, ‘এটা আলোচনা করা উচিতই না।’
এর আগে ভারতের বিরুদ্ধে ‘পিচ জালিয়াতির’ অভিযোগের কথা শোনা যায়। ভারত-নিউজিল্যান্ডের শেষ চারের ম্যাচটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেট হওয়ার কথা। এই মাঠে এখন পর্যন্ত হওয়া লিগ পর্বের চার ম্যাচের একটিও এই উইকেটে হয়নি। সেটি বিবেচনা করেই সেমির ম্যাচ হওয়ার কথা ছিল এখানে। কিন্তু ব্যবহৃত ৬ নম্বর উইকেটে খেলা ভারতের চাওয়াতে হয়েছেই বলে বিশেষ এক প্রতিবেদনে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। উইকেট পরিবর্তনের বিষয়ে অ্যাটকিনসন ইমেলে ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এসব কাজের কারণে যে কেউ অনুমান করতেই পারে এটাই কি প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, যেখানে পিচ বিশেষভাবে পছন্দ ও তৈরী করা হয় দলের টিম ম্যানেজমেন্ট কিংবা আয়োজক দেশের বোর্ডের শীর্ষ স্তরের কর্মকর্তাদের অনুরোধে?’ পরে অবশ্য সুনীল গাভাস্কার পিচ পরিবর্তন নিয়ে অভিযোগকারীদের ধুয়ে দিয়েছেন।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৯ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৯ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৯ ঘণ্টা আগে