Ajker Patrika

প্রথমবার যে সিরিজে স্পনসর পেল বিসিবি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ০১
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজের স্পনসর হাতে বিসিবির কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজের স্পনসর হাতে বিসিবির কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার গ্রুপের পণ্য সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি। এবারই প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় নারী সিরিজের জন্য স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের বিসিবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আগের কোনো দ্বিপক্ষীয় নারী দলের সিরিজে বিসিবি স্পনসর পায়নি। তবে এবার স্কয়ার গ্রুপের এই সহযোগিতা আমাদের জন্য দারুণ এক প্রাপ্তি। আশা করি, ভবিষ্যতেও তারা আমাদের নারী ক্রিকেটের পাশে থাকবে।’

প্রথমবারের মতো তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২২ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এই সিরিজের সব ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। সিলেটে ৫, ৭ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

স্পনসর ঘোষণার আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের হেড হাবিবুল বাশার সুমন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুন্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত