Ajker Patrika

সাকিবের বাইকই আছে পাঁচটা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ মার্চ ২০২২, ১০: ৫০
Thumbnail image

ক্রিকেটারদের বাইক প্রীতি নতুন কিছু নয়। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও বাইকের প্রতি চরম ঝোঁক দেখা যায়। ব্যতিক্রম নন সাকিব আল হাসানও। আজ একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে রাজধানীর একটি হোটেলে সে কথাই জানালেন বাংলাদেশ অলরাউন্ডার।

চট্টগ্রাম থেকে ওয়ানডে সিরিজ শেষ করে আজ ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ কোনো অনুশীলন ছিল না। ছুটি নিয়ে সেখানে যান সাকিব। নিজের মোটরসাইকেলের সংগ্রহ, পছন্দের মোটরসাইকেল নিয়ে মন খুলে কথা বলেন তিনি।

জন্মস্থান মাগুরায় বন্ধুদের সঙ্গে বাইক চালান জানিয়ে সাকিব বলেছেন, ‘মাগুরাতে বন্ধুদের সঙ্গে বাইক চালিয়ে সময় কাটানো হয়। ঢাকায় খুব একটা হয় না। তবে মাঝে মাঝে গভীর রাতে যখন রাস্তা খালি থাকে তখন এখানেও (ঢাকায়) বাইক চালানো হয়।’ 

সাকিব জানাচ্ছেন, তাঁর সংগ্রহে কতটি বাইক আছেসাকিবের সংগ্রহে আছে পাঁচ মডেলের মোটরসাইকেল। বাইকের প্রতি দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়ে সাকিব নিজেই জানালেন সে কথা, এখন আমার কাছে পাঁচটা বাইক আছে। তবে সবচেয়ে ভালো লাগে এমটি ১৫। বাইকে ঝুঁকির ব্যাপার আছে জানিয়ে সাকিব আরও বলেছেন, ‘বাইক চালানোর ব্যাপারটাতে ঝুঁকি তো থাকেই। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করে চালানো উচিত। নিজের এবং অন্য জনের কথা চিন্তা করে চালানো উচিত।’ 

বাইকের ব্যাপারে খোলাখুলি কথা বললেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা নিয়ে নীরবতা বেছে নেন সাকিব। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দক্ষিণ আফ্রিকায় সাকিব টেস্ট খেলবেন বলে জানান। সাকিব অবশ্য নিশ্চুপ, ‘খোলাসা করার কিছু নেই… জানতে চান, জানতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত