Ajker Patrika

উইকেট নিয়ে ভাবার সময় এখনই

আফতাব আহমেদ
উইকেট নিয়ে  ভাবার সময়  এখনই

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অভিযান কাগজে-কলমে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে বটে। তবে আমি বলব, অনেক আগেই হাল ছেড়ে দিয়েছিল ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের খেলা দেখে মনে হলো, কীভাবে বিশ্বকাপটা শেষ করবে ওদের মধ্যে শুধু সেই চিন্তাটাই ছিল। যেন খেলাটা কোনোভাবে শেষ করতে পারলে বাঁচে।

ক্রিকেটাররা মানসিকভাবে একেবারেই ভালো নেই। এ রকম কিছু একটা যে হবে সেটিই অনুমিত ছিল। ঘরের মাঠে মন্থর উইকেটে খেলে ওরা বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছে, আর বিশ্বকাপে খেলতে হলো দ্রুতগতির উইকেটে। এখানে ক্রিকেটারদের দোষ দিয়ে কী লাভ? তাদের তো বিনা অস্ত্রে যুদ্ধে পাঠানো হয়েছে। আবার আমরা প্রত্যাশা করছি জিততে হবে। ওটা তো সম্ভব না।

গতকাল দুবাইয়ে দ্রুত উইকেটেই খেলা হয়েছে। এটা ১৬০–১৭০ রানের উইকেটই ছিল। সেখানে কিনা আমরা ৭৩ রানে অলআউট হলাম। উইকেট একটু দ্রুতগতির হলেই আমাদের আসল চেহারা বেরিয়ে আসছে।

অস্ট্রেলিয়াকে আমরা ঘরের মাঠে হারিয়েছিলাম বলে, অনেকে হয়তো গতকালও তেমন ফলের আশায় ছিলেন। কিন্তু এটা কি মিরপুরের উইকেট? কদিন আগে অ্যাডাম জাম্পা বলেছিল, মিরপুরের উইকেট সবচেয়ে জঘন্য। এর চেয়ে বড় ‘সনদ’ কি হতে পারে? আগস্টের সেই সিরিজে মিচেল স্টার্কের মতো বোলারকে অস্ট্রেলিয়া নিয়মিত খেলাতে পারেনি শুধু উইকেটের কারণে। ওর মতো এত বড় বোলার একটি–দুটি ম্যাচ খেলেই বসে থাকতে হয়েছে–ভাবা যায়?

আমি বলব, উইকেট নিয়ে চিন্তা করার সময় এখনই। জাতীয় ক্রিকেট লিগে আমি চট্টগ্রাম বিভাগীয় দলকে কোচিং করাচ্ছি। তৃতীয় রাউন্ডে আমরা এমন একটা উইকেটে খেললাম যে উইকেটে পেস বোলাররা বোলিং করে সুযোগই তৈরি করতে পারল না। দুই–তিন ওভার বোলিং করেই স্পিনারদের হাতে বল তুলে দিতে হয়েছে। আমি তিনটা পেসার খেলালাম। কিন্তু তাদের কেউ দুই–তিন ওভারের বেশি বোলিং করার সুযোগ পেল না। কেননা উইকেট স্পিনবান্ধব। আমার দল আর ঢাকা–দুই দলই রানের পাহাড় গড়েছে। শেষমেশ ম্যাচটা ড্র হয়েছে। তাতে লাভটা কি হলো?

আমাদের স্পোর্টিং উইকেট বানানোর দিকে মনোযোগ দিতে হবে এখনই। বাউন্সি উইকেটে ক্রিকেটারদের খেলার প্রবণতা বাড়াতে হবে। তাতে যেমন পেস বোলাররা ধারালো হবে, ব্যাটারদেরও উন্নতি হবে, শট খেলাও ভালোভাবে শিখতে পারবে।

সামনে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ। হয়তো সেখানে ভালো খেললে আমরা সব ভুলে যাব। কিন্তু এভাবে ভালো খেলে আখেরে লাভ কী? আমরা যদি এমন মন্থর উইকেটে একটা–দুটো সিরিজ জিতে উৎসবে মাতি, তাহলে আমি বলব সামনের বিশ্বকাপেও একই দৃশ্যই অপেক্ষা করছে আমাদের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছেন তাদের ভালোভাবে চিন্তা করার সময়টা চলে আসছে। ২০২২ সালের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়াতে। সেখানেও খেলা হবে দ্রুতগতির উইকেটে। আমি চাইব সময় নিয়ে একটা দল হয়ে গড়ে উঠুক বাংলাদেশ। যে দলের ব্যাটাররা সব উইকেটে খেলতে পারবে। সেটি প্রয়োজনে দুই–তিন বছরের পরিকল্পনায় হোক। হারুক সমস্যা নেই। কিন্তু ধারাবাহিকভাবে খেলতে খেলতে একটা দল তো গড়ে উঠবে। এরপর কিন্তু সেই দলটি দীর্ঘ সময় সাফল্য এনে দেবে।

বিশ্বের কাছে ক্রিকেটটাই আমাদের বড় সম্মানের জায়গা। সেটিতে আমাদের মাথা নিচু হোক, আর চাই না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত