Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ওমানে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ওমানে

আইসিসি আরব আমিরাতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ওমানের নাম ঘোষণা করেছে গত মাসেই। গতকাল জানা গেল, বাছাইপর্বের ছয়টি ম্যাচ হবে ওমানে। এখানেই টি–টোয়েন্টি নিজেদের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপ থাকা স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি আর স্বাগতিক ওমানের ম্যাচও হবে এখানে।

প্রথমবার বড় কোনো টুর্নামেন্টে আয়োজনের সুযোগ পাচ্ছে ওমান। গত মাসে ভারত থেকে সরিয়ে আমিরাত আর ওমানকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। তবে তখন কতটি ম্যাচ ওমান হবে জানা যায়নি। আজ ক্রিকবাজ জানিয়েছে, বাছাইপর্বের ছয়টি ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে ওমান। ভারত থেকে সরে গেলেও টুর্নামেন্টের দায়িত্ব থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হাতেই।

গত মাসে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ওমানে বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন জয় শাহ। বিসিসিআইয়ের সেক্রেটারি ওমানকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। ওমানে ছয় ম্যাচের সবগুলোই হবে একটি মাঠে। ক্রিকবাজের তথ্য মতে, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডেই হবে ‘বি’ গ্রুপের ম্যাচগুলো। গ্রুপে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি আর স্বাগতিক ওমানের সঙ্গী হিসেবে থাকছে বাংলাদেশ। এর আগে আমিরাতে খেলার অভিজ্ঞতা থাকলেও ওমানে খেলেননি সাকিব-মুশফিকেরা।

বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচগুলো হবে আমিরাতে। এই গ্রুপে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। দুই গ্রুপ থেকে চারটি দল সঙ্গী হবে সুপার টুয়েলভে থাকা আট দলের। বাছাইপর্বের ম্যাচ গুলো হবে ১৭ থেকে ২২ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত