Ajker Patrika

কেমন হলো বিশ্বকাপের থিম সং

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ৪১
কেমন হলো বিশ্বকাপের থিম সং

দুই সপ্তাহ পরেই ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ওয়ানডে বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, সব রকমের প্রস্তুতিও সেরে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তারই ধারাবাহিকতায় গতকাল মুক্তি পেয়েছে বিশ্বকাপের থিম সং।

বিশ্বকাপের ১৩তম সংস্করণের থিম সংয়ের নাম ‘দিল যশন বোলে’। যার বাংলা অর্থ—‘হৃদয় উদ্‌যাপন করে।’ হিন্দি ভাষায় গাওয়া থিম সংয়ের ভিডিওর প্রধান চরিত্রে বলিউড সুপারস্টার রণবীর সিং। তাঁর সঙ্গে মিউজিক ভিডিওতে নেচেছেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা। শ্লোক লাল ও সাবেরি ভার্মার লেখা থিম সংটির সুরকার ও শিল্পী প্রীতম। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম, নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র, আকাশ মিশ্র, জোনিতা গান্ধী, আকসা ও চরণ।

৩ মিনিট ২১ সেকেন্ডের গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে একটি ট্রেনের আবহ। যেখানে যাত্রীদের সঙ্গে বিশ্বকাপের উত্তাপ ছড়ানো গানে মাতেন রণবীর ও প্রীতম। গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো লাগা-মন্দ লাগা ব্যক্ত করেছেন নেটিজেনরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত