Ajker Patrika

২০২৩ আইপিএল শেষে কে পেল কত টাকা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ মে ২০২৩, ১৩: ৫২
Thumbnail image

রুদ্ধশ্বাস এক ফাইনাল দিয়েই যেন ২০২৩ আইপিএল ছাড়িয়ে গেছে আগের সব রোমাঞ্চ। শেষ বলের রোমাঞ্চে গতকাল গুজরাট টাইটান্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলল চেন্নাই সুপার কিংস। রোমাঞ্চকর এই টুর্নামেন্ট শেষে কাঁড়ি কাঁড়ি টাকা ঢুকেছে ক্রিকেটার ও দলগুলোর ব্যাংক অ্যাকাউন্টে। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালে গতকাল পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ২০২৩ আইপিএল জয়ী দল পাচ্ছে ভারতীয় ২০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় তা ২৫ কোটি ৯২ লাখ টাকা। ১৬ কোটি ৮৫ লাখ টাকা পাচ্ছে রানার্সআপ গুজরাট টাইটান্স। ৮৯০ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া শুভমান গিল পেয়েছেন ১২ লাখ ৯৬ হাজার টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় আরও ১২ লাখ ৯৬ হাজার টাকা তিনি পেয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি পেয়েছেন ১২ লাখ ৯৬ হাজার টাকা। 

ফাইনাল তো বটেই, এবারের আইপিএল দিয়েছে মনে রাখার মতো অনেক মুহূর্ত। ফাইনালে সাই সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস, বিরাট কোহলির টানা দুটি সেঞ্চুরি, রিংকু সিংয়ের টানা ৫ ছক্কায় কলকাতা নাইট রাইডার্সকে জেতানো, গিলের তিন সেঞ্চুরি—স্মৃতি হাতড়ে ক্রিকেট ভক্তরা খুঁজে পাবেন এমন হাজারও মুহূর্ত। শেষ বলের রোমাঞ্চে ম্যাচ জয়ের ঘটনা তো হয়েছে অনেক ম্যাচেই। 

একনজরে ২০২৩ আইপিএলের পুরস্কার 

টুর্নামেন্টের যত পুরস্কার (বাংলাদেশি টাকায়)
চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস: ২৫ কোটি ৯২ লাখ
রানার্সআপ: গুজরাট টাইটান্স: ১৬ কোটি ৮৫ লাখ
টুর্নামেন্ট সেরা: শুভমান গিল: ১২ লাখ ৯৬ হাজার
টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস) : ১২ লাখ ৯৬ হাজার
গোলাপি টুপি (সর্বোচ্চ রান সংগ্রাহক) : শুভমান গিল (গুজরাট টাইটান্স) : ১২ লাখ ৯৬ হাজার
বেগুনি টুপি (সর্বোচ্চ উইকেট শিকারী) : মোহাম্মদ শামি (গুজরাট টাইটান্স) : ১২ লাখ ৯৬ হাজার
সুপার স্ট্রাইকার: যশস্বী, গ্লেন ম্যাক্সওয়েল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) : ১২ লাখ ৯৬ হাজার
মূল্যবান ক্রিকেটার: শুভমান গিল (গুজরাট টাইটান্স) : ১২ লাখ ৯৬ হাজার
সেরা মাঠ ও পিচ: ইডেন গার্ডেন্স, ওয়ানখেড়ে যৌথভাবে ৬৪ লাখ ৮২ হাজার

ফাইনালের যত পুরস্কার (বাংলাদেশি টাকায়): 
ম্যান অব দ্য ফাইনাল: ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস) : ৬ লাখ ৪৮ হাজার
ফাইনালের ক্যাচ: মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস) : ১ লাখ ২৯ হাজার
গেমচেঞ্জার: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) : ১ লাখ ২৯ হাজার 
সবচেয়ে বড় ছক্কা: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) : ১ লাখ ২৯ হাজার 
মূল্যবান খেলোয়াড়: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) : ১ লাখ ২৯ হাজার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত