Ajker Patrika

ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ দেখছেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৫: ২২
ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ দেখছেন তাসকিন

ঈদের ছুটি কাটিয়ে আবার শুরু হয়েছে আফগানিস্তান সিরিজের ব্যস্ততা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একমাত্র টেস্টে আফগানিস্তানকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ দেখছেন তাসকিন আহমেদ। আজ বিমানবন্দরে তাসকিন বলেছেন, ‘সব দলই বর্তমানে চ্যালেঞ্জিং। দিন শেষে সবার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। ইনশা আল্লাহ আমরা প্রস্তুত। আশা করি, ভালো কিছু হবে।’

ওয়ানডেতে সর্বশেষ দুই সিরিজে ঘরে ও ঘরের বাইরে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষেও ভালো একটি সিরিজ হবে বলে বিশ্বাস তাসকিনের, ‘ইনশা আল্লাহ ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটে ফিরছি। আশা করছি, সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব, ইনশা আল্লাহ।’

ঈদের ছুটি কাটিয়ে আজ বাংলাদেশে আসছে আফগানিস্তানও। বিকেল ৫টার দিকে ঢাকায় এসে পোঁছানোর কথা তাদের। সেখান থেকে চট্টগ্রামে চলে যাওয়ার কথা আফগানদের। আগামী ৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের প্রথম ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত