Ajker Patrika

টিকে থাকার লড়াইয়ে ভারতকে ১১৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৪, ১৮: ১৭
Thumbnail image

ভারতের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই পিছিয়ে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। সেই টিকে থাকার লড়াইয়ে সিলেটে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মেয়েদের স্কোরটা রোলার-কোস্টারের মতো ওঠানামা করেছে।  প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ করেছে ১০১ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকেরা করে ১১৯ রান। সেখান থেকে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২ রান কম করেছে। 

সিলেটে তৃতীয় টি-টোয়েন্টিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শুরুটা দারুণ করে বাংলাদেশ। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪০ বলে ৪৬ রান। যেখানে দিলারা একটু বেশিই আক্রমণাত্মক ব্যাটিং করেন। সপ্তম ওভারের তৃতীয় বলে রান আউটের ফাঁদে কাটা পড়েন মুর্শিদা। ১৬ বলে করেন ৯ রান।

আক্রমণাত্মক ব্যাটিং করা দিলারার উইকেটও তাড়াতাড়ি হারায় বাংলাদেশ। অষ্টম ওভারের পঞ্চম বলে রেনুকা সিংকে স্কয়ার লেগ দিয়ে তুলে মারতে যান দিলারা। এজ হওয়া বল ক্যাচ ধরেন উইকেটরক্ষক রিচা ঘোষ। ২৭ বলে ৫ চারে ৩৯ রান করেন মুর্শিদা। দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৫৫ রান।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিংয়ে তিন নম্বরে নেমেছেন ইনিংসের ৬.৩ ওভারে। আউট হয়েছেন ১৯তম ওভারে। তার আগে তৃতীয় উইকেটে সোবহানার সঙ্গে ৩৬ বলে ৩০ রানের জুটি গড়তে অবদান রাখেন জ্যোতি। সোবহানার ইনিংসও শেষ হয় রান আউটের ফাদে কাটা পড়ে। পাঁচে নামা ফাহিমা খাতুন গোল্ডেন ডাক মেরেছেন। ১৪তম ওভারের পঞ্চম বলে ফাহিমাকে এলবিডব্লুর ফাদে ফেলেন শ্রেয়াঙ্কা পাতিল।

টানা দুই উইকেট হারালে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ১৩.৫ ওভারে ৪ উইকেটে ৮৫ রান। ১৯তম ওভারের তৃতীয় বলে জ্যোতিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রাধা যাদব। ৩৬ বলে ১ চারে ২৮ রান করেন জ্যোতি। একই ওভারের পঞ্চম বলে শরীফা খাতুনকে বোল্ড করেন রাধা। আট নম্বরে নামা রাবেয়া খান নিজের প্রথম বলেই রাধাকে চার মারেন। রাবেয়া স্লগ সুইপ করলে ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসেও বল তালুবন্দী করতে পারেননি স্মৃতি মান্ধানা। ভারতীয় ফিল্ডাররা ক্যাচ বারবার হাতছাড়া করলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। দিলারার ৩৯ রানই স্বাগতিকদের ইনিংস সর্বোচ্চ রান। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নেন রাধা। ৪ ওভার বোলিংয়ে খরচ করেন ২২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত