ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। গত রাতে ফাইনালে ইংলিশদের ৪ উইকেটে হারিয়েছেন ভারতীয় যুবারা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক টম প্রেস্ট। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফিরে যান প্রথম পাঁচ ব্যাটার। শেষ পর্যন্ত তাঁদের রান যে ১৮৯ হয়েছে, তার বড় কৃতিত্ব জেমস রিউর। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৫ রান। ১২টি চারে ইনিংসটি সাজান চারে নামা এই ব্যাটার।
ইংল্যান্ড যুবাদের পরীক্ষা নিয়ে ৯৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রাজ বাওয়া। ৯ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন রবি কুমার। ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার অংকুশ রাজবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়ার কাজে মনোযোগ দেন হারনুর সিং এবং শাইখ রাশিদ। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭.৩ ওভারে যোগ করেন ৪৯ রান।
দলীয় ৪৯ রানে ৪৬ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন হারুনুর সিং। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে আউট হন শাইখ রাশিদ। ১৭ রান করে ফেরেন ভারত অধিনায়ক ইয়াশ ঢুলও।
শত রানের আগে চার উইকেট হারানো ভারতকে তবু জয়ের পথে রাখেন রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু। এ জুটি থেকে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন নিশাত। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনালের ম্যাচসেরা হয়েছেন ভারতীয় যুবা রাজ বাওয়া।
ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। গত রাতে ফাইনালে ইংলিশদের ৪ উইকেটে হারিয়েছেন ভারতীয় যুবারা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক টম প্রেস্ট। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফিরে যান প্রথম পাঁচ ব্যাটার। শেষ পর্যন্ত তাঁদের রান যে ১৮৯ হয়েছে, তার বড় কৃতিত্ব জেমস রিউর। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৫ রান। ১২টি চারে ইনিংসটি সাজান চারে নামা এই ব্যাটার।
ইংল্যান্ড যুবাদের পরীক্ষা নিয়ে ৯৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রাজ বাওয়া। ৯ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন রবি কুমার। ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার অংকুশ রাজবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়ার কাজে মনোযোগ দেন হারনুর সিং এবং শাইখ রাশিদ। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭.৩ ওভারে যোগ করেন ৪৯ রান।
দলীয় ৪৯ রানে ৪৬ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন হারুনুর সিং। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে আউট হন শাইখ রাশিদ। ১৭ রান করে ফেরেন ভারত অধিনায়ক ইয়াশ ঢুলও।
শত রানের আগে চার উইকেট হারানো ভারতকে তবু জয়ের পথে রাখেন রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু। এ জুটি থেকে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন নিশাত। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনালের ম্যাচসেরা হয়েছেন ভারতীয় যুবা রাজ বাওয়া।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৪ ঘণ্টা আগে