Ajker Patrika

জয়কে পিএসএলের সূচিও ঠিক করে দিতে বললেন নাজাম শেঠি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬: ২৪
Thumbnail image

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আগে থেকেই দা-কুমড়া সম্পর্কের—এটা সবার জানা। অনেক দিন ধরেই দ্বিপক্ষীয় সিরিজ না হলেও মাঝে দুই দেশের সাবেক দুই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও রমিজ রাজা চেষ্টা করেছিলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। কিন্তু গত বছর জয় শাহর এক মন্তব্যে দুই বোর্ডের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়।

সেই উত্তেজনায় প্রলেপ না পড়তেই গতকাল ২০২৩-২৪ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি নিয়ে নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে।

এসিসির সভাপতি জয়ের সূচি প্রকাশ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল এসিসির সূচি প্রকাশ করেন জয়। এসিসির সভাপতির সূচকে ‘একতরফা’ বলে খোঁচা দিয়েছেন নাজাম। সঙ্গে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিও ঠিক করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে ট্যাগ করে নাজাম লিখেছেন, ‘২০২৩ ও ২০২৪ সালের এসিসির কাঠামো ও সূচি একতরফা উপস্থাপন করার জন্য জয় শাহকে ধন্যবাদ। বিশেষ করে এশিয়া কাপ ২০২৩ ঘোষণা করার জন্য। যার আয়োজক পাকিস্তান। আপনি যখন এমন কাজ করছেনই, তখন আমাদের পিএসএল ২০২৩ কাঠামো ও সূচির উপস্থাপন করতে পারেন। আপনার দ্রুত প্রতিক্রিয়া আশা করছি।’ তবে এ বিষয়ে এখনো কোনো উত্তর দেননি জয়।

এবারের এশিয়া কাপ পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে হবে—গত বছর এমনটি বলে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। আর গতকাল প্রকাশ করেছেন সূচি।

কিন্তু কোথায় হবে, সেটা জানা যায়নি। নিরপেক্ষ ভেন্যুর নাম জানা না গেলেও এবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।

২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও কোয়ালিফায়ারের দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ও আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত