ক্রীড়া ডেস্ক
প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি রংপুর রাইডার্স। অবশেষে গ্লোবাল সুপার লিগে সেই অধরা জয় এল আজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর।
টুর্নামেন্টে রংপুরের প্রথম জয়ের দিন ভাঙল মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। রংপুরকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৯ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আজ গড়লেন নুরুল হাসান সোহান। দুইয়ে থাকা মাশরাফি রংপুরের অধিনায়ক ছিলেন ২৮ ম্যাচ।
১১৮ রানের লক্ষ্যে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ ওভারে ৫ উইকেটে ২৭ রানে পরিণত হয় ওয়ারিয়র্স। এরপর ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুড়াকেশ মোতি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোতিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন শেখ মেহেদী হাসান।
মোতি ১৫ রানে ফিরলে গায়ানার স্কোর হয়ে যায় ১২.২ ওভারে ৬ উইকেটে ৬৩ রান। নিঃসঙ্গ শেরপার মতো দলকে টেনে নেওয়া হোপ মিডল অর্ডারে আরও একটি জুটি গড়তে অবদান রাখেন। সপ্তম উইকেটে কিমো পল ও হোপ ২৪ বলে ২৬ রানের জুটি গড়েন। ১৭তম ওভারের দ্বিতীয় বলে পলকে বোল্ড করে জুটি ভাঙেন হারমিত সিং।
১২ বলে ১টি করে চার ও ছক্কায় ১৮ রান করে পল ফেরার পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হাতে ছিল ৩ উইকেট। ২২ বলে করতে হতো ২৯ রান। এই সমীকরণটুকু মেলাতে পারেনি ওয়ারিয়র্স। ১৩ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০২ রানে গুটিয়ে দলটি। রোমারিও শেফার্ডের উইকেট নিয়ে ওয়ারিয়র্সের ইনিংসের ইতি টেনেছেন কামরুল ইসলাম রাব্বি। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। ক্যারিবীয় এই ব্যাটার ৪৪ বলের ইনিংসে মেরেছেন ২ চার।
রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেন ১৩ রান। দলটির ১৫ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খুশদিল শাহ। ৪৭ বলে করেন ৫৮ রান। ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মারেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোতি। যেখানে তাহির দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ ৪ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান। তানজিম সাকিব আজ নিয়েছেন সৌম্য সরকার ও খুশদিলের উইকেট। ৪ ওভারে দিয়েছেন ২১ রান।
প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি রংপুর রাইডার্স। অবশেষে গ্লোবাল সুপার লিগে সেই অধরা জয় এল আজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর।
টুর্নামেন্টে রংপুরের প্রথম জয়ের দিন ভাঙল মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। রংপুরকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৯ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আজ গড়লেন নুরুল হাসান সোহান। দুইয়ে থাকা মাশরাফি রংপুরের অধিনায়ক ছিলেন ২৮ ম্যাচ।
১১৮ রানের লক্ষ্যে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ ওভারে ৫ উইকেটে ২৭ রানে পরিণত হয় ওয়ারিয়র্স। এরপর ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুড়াকেশ মোতি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোতিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন শেখ মেহেদী হাসান।
মোতি ১৫ রানে ফিরলে গায়ানার স্কোর হয়ে যায় ১২.২ ওভারে ৬ উইকেটে ৬৩ রান। নিঃসঙ্গ শেরপার মতো দলকে টেনে নেওয়া হোপ মিডল অর্ডারে আরও একটি জুটি গড়তে অবদান রাখেন। সপ্তম উইকেটে কিমো পল ও হোপ ২৪ বলে ২৬ রানের জুটি গড়েন। ১৭তম ওভারের দ্বিতীয় বলে পলকে বোল্ড করে জুটি ভাঙেন হারমিত সিং।
১২ বলে ১টি করে চার ও ছক্কায় ১৮ রান করে পল ফেরার পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হাতে ছিল ৩ উইকেট। ২২ বলে করতে হতো ২৯ রান। এই সমীকরণটুকু মেলাতে পারেনি ওয়ারিয়র্স। ১৩ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০২ রানে গুটিয়ে দলটি। রোমারিও শেফার্ডের উইকেট নিয়ে ওয়ারিয়র্সের ইনিংসের ইতি টেনেছেন কামরুল ইসলাম রাব্বি। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। ক্যারিবীয় এই ব্যাটার ৪৪ বলের ইনিংসে মেরেছেন ২ চার।
রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেন ১৩ রান। দলটির ১৫ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খুশদিল শাহ। ৪৭ বলে করেন ৫৮ রান। ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মারেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোতি। যেখানে তাহির দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ ৪ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান। তানজিম সাকিব আজ নিয়েছেন সৌম্য সরকার ও খুশদিলের উইকেট। ৪ ওভারে দিয়েছেন ২১ রান।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৬ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৯ ঘণ্টা আগে