Ajker Patrika

মুশফিক যেভাবে সাকিবের জীবন সহজ করে দেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুশফিক যেভাবে সাকিবের জীবন সহজ করে দেন

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম। এশিয়া কাপ দিয়ে আবার এই সংস্করণে উইকেটকিপিংয়ে ফিরছেন মুশফিক। উইকেটকিপিং নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও সাকিব আল হাসান মনে করেন, মুশফিক উইকেটকিপিং করলে তাঁর জীবনটা সহজ হয়ে যায়। 

এশিয়া কাপ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব। মুশফিকের উইকেটকিপিং নিয়ে তিনি বলেন, ‘উনি (মুশফিক) এটা (উইকেটকিপিং) করলে আমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। যেটা হয়, ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো উনি খুব সহজে বদলাতে পারেন। আমার কাছে শোনারও দরকার নাই। আমার জীবনটা অনেক সহজ হয়ে যায়।’ 

এ ক্ষেত্রে মাঠের অন্য বিষয়গুলোর দিকে মনোযোগী হতে পারেন বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আমি অন্য একটা-দুটো বিষয় নিয়ে চিন্তা করতে পারব ফিল্ডিংয়ের পজিশনের চিন্তা করা থেকে। কিংবা অ্যাঙ্গেলগুলো নিয়ে কে কোথায় দাঁড়াচ্ছে ঠিক আছে কি না। কারণ, আমার পক্ষে এগারোটা খেলোয়াড় সব সময় দেখা সম্ভব না। একমাত্র উইকেটকিপারই আছে যে এটা ভালো দেখতে পারে। ওনার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে এগুলো সহজ হয়ে যায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত