Ajker Patrika

বর্ষসেরা পুরস্কার জিতলেন ইয়ানসেন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৩০
বর্ষসেরা পুরস্কার জিতলেন ইয়ানসেন

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্কো ইয়ানসেন। গত বছরের ১ মে থেকে এই বছর ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করেছে সিএসএ। বিপরীতে নারী ক্যাটাগরিতে একাই পাঁচটি পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। 

বর্ষসেরা ইয়ানসেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শিকার করেছেন ১৭ উইকেট। সব মিলিয়ে এই সময়ে ১৮ ম্যাচে এই অলরাউন্ডারের শিকার ৩২ উইকেট। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত, দলের প্রয়োজনের সময় খেলেছেন কার্যকর ইনিংস। ১৬ ইনিংসে করেছেন ৪০৬ রান, গড় ৩৩.৮৩, অপরাজিত ছিলেন ৪ ইনিংসে। 

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড বেডিংহাম। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন তিনি। কুইন্টন ডি কক হলেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আর রিজা হেনড্রিকস দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। মেন্স প্লেয়ার্স-প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন কেশভ মহারাজ। 

 ২০২৩-২৪ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন নারী ক্রিকেটার উলভার্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার হয়ে এই সময়ে সর্বোচ্চ রান তাঁরই। বর্ষসেরা নারী খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি নারী খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন। 

উলভার্ট আরও জিতলেন উইমেন্স প্লেয়ার্স-প্লেয়ার অব দ্য ইয়ার, ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার। নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা উদীয়মান প্লেয়ার হয়েছেন এলিজ-মারি মার্ক্স। মাখায়া এনটিনি পাওয়ার অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন মাসাবাতা ক্লাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত