ক্রীড়া ডেস্ক
প্রথম ওভারটা ভালোই করলেন। ছন্দটা ধরে রাখতে পারলেন না। শেষ তিন ওভারে রান দিলেন দুই হাত ভরে। চার ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকলেন রশিদ খান। হজম করলেন তিনটি ছক্কা ও দুটি চার। বল হাতে এমন বাজে রাত আইপিএলে খুব কমই এসেছে আফগান লেগ স্পিনারের। বাজে বোলিংয়ের খেসারত রশিদ দিলেন ব্যাট হাতে। শেষ দুই বলে ছক্কা মেরে নাটকীয় জয় এনে দিলেন গুজরাট টাইটানসকে।
বুধবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রশিদের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর দাঁড়িয়ে হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। রান তাড়ায় ম্যাচের শেষ বলে নাটুকে জয় তুলে নেয় গুজরাট (১৯৯ /৫)। ১১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন রশিদ। ২১ বলে ৪০ রানে টিকে থাকেন তাঁর সঙ্গী রাহুল তিউয়াতিয়া।
তিন ওভারে ৪৭ রানের কঠিন সমীকরণ ছিল রশিদ-রাহুলের সামনে। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ২২ রানে। মার্কো জ্যানসেনের শেষ ওভারে রাহুল একটি এবং রশিদ ছক্কা হাঁকান তিনটি। ম্যাচে রশিদ চারটি এবং রাহুলের ব্যাট উপহার দিয়েছে দুটি ছক্কা। রাহুল অবশ্য চারটি বাউন্ডারিও হাঁকিয়েছেন। ওপেনার ঋদ্ধিমান সাহা ৩৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৬৮ রানে আউট হন। ২৪ বলে ২২ রান এসেছে শুভমান গিলের ব্যাট থেকে। এ ছাড়া ১৯ বলে ১৭ রান করেন ডেভিড মিলার।
এর আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মা, এইডেন মার্করাম ও শশাঙ্ক সিংহের ঝড়ে শক্তিশালী সংগ্রহ তোলে হায়দরাবাদ। ৪২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করেন অভিষেক। ৪০ বলে ৩ ছয় ও ২ চারে ৫৬ রান তোলেন মার্করাম। রাহুল ত্রিপাঠি ১০ বলে ১৬ রানে আউট হন। শেষ দিকে ৬ বলে ৩ ছক্কা ও এক চারে ২৫ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক। বিফলে গেল তাদের ইনিংসগুলো।
তবে হেরেও ম্যাচ সেরা হয়েছেন হায়দরাবাদ পেসার উমরান মালিক। কাশ্মীর বুলেট খ্যাত এই তারকা চার ওভারে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন। তাতে করে ব্যক্তিগত সাফল্য মিললেও দলের জয়ে কাজে এলো না। আট ম্যাচে সপ্তম জয় দিয়ে আইপিএল টেবিলের শীর্ষে উঠে এল গুজরাট টাইটানস। অন্যদিকে অষ্টম ম্যাচে এসে তৃতীয় হারের মুখ দেখল কেন উইলিয়ামসনের হায়দরাবাদ।
প্রথম ওভারটা ভালোই করলেন। ছন্দটা ধরে রাখতে পারলেন না। শেষ তিন ওভারে রান দিলেন দুই হাত ভরে। চার ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকলেন রশিদ খান। হজম করলেন তিনটি ছক্কা ও দুটি চার। বল হাতে এমন বাজে রাত আইপিএলে খুব কমই এসেছে আফগান লেগ স্পিনারের। বাজে বোলিংয়ের খেসারত রশিদ দিলেন ব্যাট হাতে। শেষ দুই বলে ছক্কা মেরে নাটকীয় জয় এনে দিলেন গুজরাট টাইটানসকে।
বুধবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রশিদের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর দাঁড়িয়ে হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। রান তাড়ায় ম্যাচের শেষ বলে নাটুকে জয় তুলে নেয় গুজরাট (১৯৯ /৫)। ১১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন রশিদ। ২১ বলে ৪০ রানে টিকে থাকেন তাঁর সঙ্গী রাহুল তিউয়াতিয়া।
তিন ওভারে ৪৭ রানের কঠিন সমীকরণ ছিল রশিদ-রাহুলের সামনে। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ২২ রানে। মার্কো জ্যানসেনের শেষ ওভারে রাহুল একটি এবং রশিদ ছক্কা হাঁকান তিনটি। ম্যাচে রশিদ চারটি এবং রাহুলের ব্যাট উপহার দিয়েছে দুটি ছক্কা। রাহুল অবশ্য চারটি বাউন্ডারিও হাঁকিয়েছেন। ওপেনার ঋদ্ধিমান সাহা ৩৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৬৮ রানে আউট হন। ২৪ বলে ২২ রান এসেছে শুভমান গিলের ব্যাট থেকে। এ ছাড়া ১৯ বলে ১৭ রান করেন ডেভিড মিলার।
এর আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মা, এইডেন মার্করাম ও শশাঙ্ক সিংহের ঝড়ে শক্তিশালী সংগ্রহ তোলে হায়দরাবাদ। ৪২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করেন অভিষেক। ৪০ বলে ৩ ছয় ও ২ চারে ৫৬ রান তোলেন মার্করাম। রাহুল ত্রিপাঠি ১০ বলে ১৬ রানে আউট হন। শেষ দিকে ৬ বলে ৩ ছক্কা ও এক চারে ২৫ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক। বিফলে গেল তাদের ইনিংসগুলো।
তবে হেরেও ম্যাচ সেরা হয়েছেন হায়দরাবাদ পেসার উমরান মালিক। কাশ্মীর বুলেট খ্যাত এই তারকা চার ওভারে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন। তাতে করে ব্যক্তিগত সাফল্য মিললেও দলের জয়ে কাজে এলো না। আট ম্যাচে সপ্তম জয় দিয়ে আইপিএল টেবিলের শীর্ষে উঠে এল গুজরাট টাইটানস। অন্যদিকে অষ্টম ম্যাচে এসে তৃতীয় হারের মুখ দেখল কেন উইলিয়ামসনের হায়দরাবাদ।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে