ক্রীড়া ডেস্ক
মাহেন্দ্র সিং ধোনির মোটরবাইক-প্রীতি নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর পরিবারকে যেমন সময় দেওয়ার ফুসরত মিলছে, বাইক নিয়েও ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছেন।
মাঝেমধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন ধোনি। কাওয়াসাকি থেকে ইয়ামাহা, সুজুকি থেকে কনফেডেরেট হেলকাট—ভারতের সর্বজয়ী অধিনায়কের সংগ্রহে সব ব্র্যান্ডের বাইক আছে। সংখ্যাটা ভ্রু কুচকে যাওয়ার মতোই। খোদ ধোনিও যে জানেন না, তাঁর গ্যারেজে কয়টি দুই চাকার যান আছে।
বিষয়টি জানিয়েছেন ধোনির চেন্নাই সুপার কিংস সতীর্থ রবীন্দ্র জাদেজা। ধোনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছাড়ার ছাড়ার পর দায়িত্ব পেয়েছেন এই জাদেজাই। বাঁহাতি অলরাউন্ডার সতীর্থের বাইক-প্রীতি নিয়ে বলেছেন, ‘ধোনি ভাইয়ের কাছে এত মোটরবাইক আছে যে, তিনি নিজেই তার সংখ্যা মনে রাখতে পারে না। আমাকে এক বার বলেছিলেন, তাঁর কাছে ৪৩-৪৪টি মোটরবাইক আছে। সত্যিই, নির্দিষ্ট সংখ্যাটা তাঁর মনে নেই। এর মধ্যে অর্ধেক মোটরবাইক তিনি ফেলে রেখেছেন। পছন্দের বাইকগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে চালান।’
জাদেজা নিজেও মোটরবাইকের ভক্ত। একাধিক বিদেশি ব্র্যান্ডের মোটরবাইক তাঁর সংগ্রহেও আছে। সেসব চালানোর জন্য জাদেজাকে বিশেষ ব্যায়ামের পরামর্শ দিয়েছিলেন ধোনি। এ নিয়ে জাদেজার ভাষ্য, ‘ধোনি ভাই আমাকে বলেছিলেন, পিঠের ব্যায়াম ভালো করে করতে। কারণ, একেকটা বাইক চালাতে পিঠ একেকভাবে ঝোঁকাতে হয়। তাই ঠিকমতো পিঠের ব্যায়াম না করলে সমস্যা হতে পারে।’
ধোনির বাইক চালানোর ভিডিও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায়। অনেক সময় আবার মেয়ে জিভাকে নিয়েও বেরিয়ে পড়েন তিনি। ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াত এক বার জানিয়েছিলেন, নিজের পছন্দের বাইকের সমস্যা হলে সেগুলো ধোনি নিজেই মেরামত করেন।
মাহেন্দ্র সিং ধোনির মোটরবাইক-প্রীতি নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর পরিবারকে যেমন সময় দেওয়ার ফুসরত মিলছে, বাইক নিয়েও ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছেন।
মাঝেমধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন ধোনি। কাওয়াসাকি থেকে ইয়ামাহা, সুজুকি থেকে কনফেডেরেট হেলকাট—ভারতের সর্বজয়ী অধিনায়কের সংগ্রহে সব ব্র্যান্ডের বাইক আছে। সংখ্যাটা ভ্রু কুচকে যাওয়ার মতোই। খোদ ধোনিও যে জানেন না, তাঁর গ্যারেজে কয়টি দুই চাকার যান আছে।
বিষয়টি জানিয়েছেন ধোনির চেন্নাই সুপার কিংস সতীর্থ রবীন্দ্র জাদেজা। ধোনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছাড়ার ছাড়ার পর দায়িত্ব পেয়েছেন এই জাদেজাই। বাঁহাতি অলরাউন্ডার সতীর্থের বাইক-প্রীতি নিয়ে বলেছেন, ‘ধোনি ভাইয়ের কাছে এত মোটরবাইক আছে যে, তিনি নিজেই তার সংখ্যা মনে রাখতে পারে না। আমাকে এক বার বলেছিলেন, তাঁর কাছে ৪৩-৪৪টি মোটরবাইক আছে। সত্যিই, নির্দিষ্ট সংখ্যাটা তাঁর মনে নেই। এর মধ্যে অর্ধেক মোটরবাইক তিনি ফেলে রেখেছেন। পছন্দের বাইকগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে চালান।’
জাদেজা নিজেও মোটরবাইকের ভক্ত। একাধিক বিদেশি ব্র্যান্ডের মোটরবাইক তাঁর সংগ্রহেও আছে। সেসব চালানোর জন্য জাদেজাকে বিশেষ ব্যায়ামের পরামর্শ দিয়েছিলেন ধোনি। এ নিয়ে জাদেজার ভাষ্য, ‘ধোনি ভাই আমাকে বলেছিলেন, পিঠের ব্যায়াম ভালো করে করতে। কারণ, একেকটা বাইক চালাতে পিঠ একেকভাবে ঝোঁকাতে হয়। তাই ঠিকমতো পিঠের ব্যায়াম না করলে সমস্যা হতে পারে।’
ধোনির বাইক চালানোর ভিডিও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায়। অনেক সময় আবার মেয়ে জিভাকে নিয়েও বেরিয়ে পড়েন তিনি। ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াত এক বার জানিয়েছিলেন, নিজের পছন্দের বাইকের সমস্যা হলে সেগুলো ধোনি নিজেই মেরামত করেন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে