নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস।
২০২২ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে একই দায়িত্ব পালন করেছিলেন শ্রীরাম। তখন এই ভারতীয় কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল কয়েক মাসের। এবারও শুধু বিশ্বকাপে কাজ করবেন তিনি।
শাহরিয়ার নাফিস বলেছেন, ‘বিশ্বকাপের জন্যই শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়েছে বিসিবি।’ ভারতের কন্ডিশন ও মাঠ সম্পর্কে শ্রীরামের ভালোই জানা। সেই অভিজ্ঞতা থেকেই কাজ করবেন সাকিব আল হাসানদের সঙ্গে।
কিছুদিন আগেই শ্রীরামের সঙ্গে চুক্তি করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২০২৪ আইপিএলে লক্ষ্ণৌর সহকারী কোচের দায়িত্বে থাকবেন শ্রীরাম।
এর আগে ২০১৬ সালে স্পিন-বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার কোচিং সেট-আপে যোগ দিয়েছিলেন শ্রীরাম। বোলিং কোচের ভূমিকায় ছিলেন ছয় বছর। পরে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচও ছিলেন। তখন অস্ট্রেলিয়ার প্রধান কোচ ছিলেন ল্যাঙ্গার। এই দুই কোচের অধীনে অস্ট্রেলিয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১-২২ অ্যাশেজ জিতেছিল।
শ্রীরাম ইসিবি লেভেল-৩ যোগ্যতাসম্পন্ন একজন কোচ। আইপিএল ২০২৩ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিন-বোলিং কোচ হিসেবে ছিলেন। ২০২২ এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সাকিব আল হাসানদের টেকনিক্যাল পরামর্শক ছিলেন।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস।
২০২২ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে একই দায়িত্ব পালন করেছিলেন শ্রীরাম। তখন এই ভারতীয় কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল কয়েক মাসের। এবারও শুধু বিশ্বকাপে কাজ করবেন তিনি।
শাহরিয়ার নাফিস বলেছেন, ‘বিশ্বকাপের জন্যই শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়েছে বিসিবি।’ ভারতের কন্ডিশন ও মাঠ সম্পর্কে শ্রীরামের ভালোই জানা। সেই অভিজ্ঞতা থেকেই কাজ করবেন সাকিব আল হাসানদের সঙ্গে।
কিছুদিন আগেই শ্রীরামের সঙ্গে চুক্তি করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২০২৪ আইপিএলে লক্ষ্ণৌর সহকারী কোচের দায়িত্বে থাকবেন শ্রীরাম।
এর আগে ২০১৬ সালে স্পিন-বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার কোচিং সেট-আপে যোগ দিয়েছিলেন শ্রীরাম। বোলিং কোচের ভূমিকায় ছিলেন ছয় বছর। পরে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচও ছিলেন। তখন অস্ট্রেলিয়ার প্রধান কোচ ছিলেন ল্যাঙ্গার। এই দুই কোচের অধীনে অস্ট্রেলিয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১-২২ অ্যাশেজ জিতেছিল।
শ্রীরাম ইসিবি লেভেল-৩ যোগ্যতাসম্পন্ন একজন কোচ। আইপিএল ২০২৩ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিন-বোলিং কোচ হিসেবে ছিলেন। ২০২২ এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সাকিব আল হাসানদের টেকনিক্যাল পরামর্শক ছিলেন।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৪ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৬ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৭ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৭ ঘণ্টা আগে