Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ভারতের হাতেই ছিল, দাবি কাইফের 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ভারতের হাতেই ছিল, দাবি কাইফের 

ভারতের বিপক্ষে গতকাল মিরপুরে প্রথম ওয়ানডেতে ১ উইকেটের অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং বীরত্বে এই রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। তবে মোহাম্মদ কাইফ মনে করেন, ম্যাচটা ভারতই জিতত।

প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত ৪১.২ এভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায়। ১৮৭ রানের এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৯.৩ ওভারে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সফরকারীদের জয় যখন হাতের নাগালে, তখনই পাশার দান উল্টে দিতে থাকেন মিরাজ। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মিরাজ। ৪ ওভার হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকেরা।

কাইফের মতে, বাংলাদেশের ৯ উইকেট পড়ার পর জয় ভারতের হাতের নাগালেই ছিল। একই সঙ্গে ভারতের ডেথ বোলিং নিয়ে প্রশ্ন তোলেন কাইফ। সনি স্পোর্টসের সঙ্গে আলাপ আলোচনায় ভারতের সাবেক এই ব্যাটার বলেন, ‘ম্যাচটা ভারতেরই ছিল, তারা ৯ উইকেট তুলে নিয়েছিল। ব্যাটাররা খারাপ করার পর দুর্দান্ত বোলিংয়ে ভারত ম্যাচে ফেরে। ৪০ ওভার পর্যন্ত দারুণ বোলিং হয়েছিল। কিন্তু শেষ ১০ ওভারে আমাদের ডেথ ওভার বোলার কে? কুলদীপ সেন, দীপক চাহার এরাই কি বল করবে?’

বাংলাদেশের যখন ৯ উইকেটে ১৫৫ রান, তখন মিরাজের ক্যাচ হাতছাড়া করেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। রাহুলের এই ক্যাচ মিসের কথা উল্লেখ করে কাইফ বলেন, ‘আমরা ক্যাচ ফেলেছি। লোকেশ রাহুল এমন ক্যাচ সাধারণত ড্রপ করে না। সে (রাহুল) দারুণ ফিল্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাউন্ডারি লাইন থেকে ডিরেক্ট থ্রোতে লিটনকে সে রান আউট করেছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত