রানের নেশা যেন পেয়ে বসেছে দক্ষিণ আফ্রিকাকে। আগে ব্যাট করে সর্বশেষ টানা ৭ ম্যাচেই তিন শর বেশি স্কোর করেছে প্রোটিয়ারা। আজও তার ব্যতিক্রম হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে সংগ্রহ হয়েছে ৩৫৭ রান।
দক্ষিণ আফ্রিকার এমন রান উৎসবের মূল উৎস হচ্ছেন ডি কক। যিনি শুরু থেকেই ঝোড়ো ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দিচ্ছেন। নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষটা দুর্দান্তভাবে রাঙাচ্ছেন প্রোটিয়া ব্যাটার। সেটিও আবার ঘোষণা দিয়ে। এমন বিদায় কে পেয়েছেন, তা গবেষণার বিষয় হতে পারে।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা টস হেরে ব্যাটিংয়ে নেমে তেমন ভালো শুরু না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের জাত চেনাচ্ছিলেন। ২৪ রানে টেম্বা বাভুমা আউট হওয়ায় ওপেনিং জুটি ভাঙে ৩৮ রানে। ট্রেন্ট বোল্ট শুরুতেই নিউজিল্যান্ডকে সাফল্য এনে দিলেও এর পরের গল্পটা শুধুই হতাশার।
তিনে নামা ডুসেনকে নিয়ে শুধু ম্যাচেই ঘুরে দাঁড়াননি ডি কক, প্রতিপক্ষের বোলারদের নিয়ে ছিনিমিনিও যেন খেলেছেন দুজনে। দ্বিতীয় উইকেটে কাঁটায় কাঁটায় ২০০ রানের জুটি গড়েছেন। সেঞ্চুরিও তুলে নিয়েছেন দুজনে। ১১৪ রানে ডি কককে আউট করে দুজনের জুটি ভাঙেন কিউই পেসার টিম সাউদি। ১০ চারে বিপরীতে ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক।
এবারের বিশ্বকাপে এটি চতুর্থ সেঞ্চুরি ডি ককের। টুর্নামেন্টের শুরুটাই করেছিলেন টানা দুই সেঞ্চুরি দিয়ে। মাঝে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১৭৪ রানের বিধ্বংসী এক ইনিংসও। বিশ্বকাপের এক আসরে চার সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার তিনি। তাঁর আগে এই কীর্তি আছে কুমার সাঙ্গাকারা ও রোহিত শর্মার। সর্বশেষ বিশ্বকাপে তো রোহিত রেকর্ড ৫ সেঞ্চুরি করেছেন। ভারতীয় ব্যাটারের রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকছে ডি ককেরও।
এবারের আগে বিশ্বকাপে সেঞ্চুরির দেখা না পাওয়া ডি কক দুই টুর্নামেন্টের মোট রানকে এবার ৭ ম্যাচেই ছাড়িয়ে গেছেন। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ ১৭ ইনিংসে রান করেছিলেন ৪৫০ রান। রাউন্ড রবিন লিগে নিজেদের ২ ম্যাচ বাকি থাকতেই ৫৪৫ রান করেছেন। এতে করে এক আসরে ৫০০ কিংবা তার বেশি রান করা প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার তিনি। আগের সর্বোচ্চ ছিল জ্যাক ক্যালিসের। ২০০৭ বিশ্বকাপে ৪৮৫ রান করেছিলেন প্রোটিয়া কিংবদন্তি।
ডি ককের মতো রানের ফোয়ারা ছোটাচ্ছেন ডুসেনও। সতীর্থের সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেটে ২০০ রানের জুটি গড়ার পথে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ডুসেন। ১১৮ বলে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংসটি থামান সাউদি। ড্রেসিংরুমে ফেরার আগে ইনিংসে ৯ চার ও ৫ ছক্কা হাঁকিয়েছেন।
ডি কক ও ডুসেনকে আউট করার পরও দক্ষিণ আফ্রিকার রানের চাকা থামেনি। চারে নেমে ডেভিড মিলারও খুনে ব্যাটিং করেছেন। ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসে চারের বিপরীতে ছক্কা ছিল বেশি। ৪ ছক্কার সঙ্গে মেরেছেন ২ চার। এমনকি ইনিংসের শেষ বলে ব্যাটিংয়ে নেমে ছক্কা হাঁকিয়েছেন এইডেন মার্করামও। তাঁর সঙ্গে ১৫ রানে অপরাজিত থাকেন হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রত্যেক ব্যাটারই আজ কমপক্ষে একটি ছক্কা হাঁকিয়েছেন। ১৫ ছক্কার ইনিংসে দক্ষিণ আফ্রিকার মোট রান দাঁড়ায় ৪ উইকেটে ৩৫৭। ৭৭ রানে ২ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার সাউদি।
রানের নেশা যেন পেয়ে বসেছে দক্ষিণ আফ্রিকাকে। আগে ব্যাট করে সর্বশেষ টানা ৭ ম্যাচেই তিন শর বেশি স্কোর করেছে প্রোটিয়ারা। আজও তার ব্যতিক্রম হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে সংগ্রহ হয়েছে ৩৫৭ রান।
দক্ষিণ আফ্রিকার এমন রান উৎসবের মূল উৎস হচ্ছেন ডি কক। যিনি শুরু থেকেই ঝোড়ো ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দিচ্ছেন। নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষটা দুর্দান্তভাবে রাঙাচ্ছেন প্রোটিয়া ব্যাটার। সেটিও আবার ঘোষণা দিয়ে। এমন বিদায় কে পেয়েছেন, তা গবেষণার বিষয় হতে পারে।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা টস হেরে ব্যাটিংয়ে নেমে তেমন ভালো শুরু না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের জাত চেনাচ্ছিলেন। ২৪ রানে টেম্বা বাভুমা আউট হওয়ায় ওপেনিং জুটি ভাঙে ৩৮ রানে। ট্রেন্ট বোল্ট শুরুতেই নিউজিল্যান্ডকে সাফল্য এনে দিলেও এর পরের গল্পটা শুধুই হতাশার।
তিনে নামা ডুসেনকে নিয়ে শুধু ম্যাচেই ঘুরে দাঁড়াননি ডি কক, প্রতিপক্ষের বোলারদের নিয়ে ছিনিমিনিও যেন খেলেছেন দুজনে। দ্বিতীয় উইকেটে কাঁটায় কাঁটায় ২০০ রানের জুটি গড়েছেন। সেঞ্চুরিও তুলে নিয়েছেন দুজনে। ১১৪ রানে ডি কককে আউট করে দুজনের জুটি ভাঙেন কিউই পেসার টিম সাউদি। ১০ চারে বিপরীতে ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক।
এবারের বিশ্বকাপে এটি চতুর্থ সেঞ্চুরি ডি ককের। টুর্নামেন্টের শুরুটাই করেছিলেন টানা দুই সেঞ্চুরি দিয়ে। মাঝে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১৭৪ রানের বিধ্বংসী এক ইনিংসও। বিশ্বকাপের এক আসরে চার সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার তিনি। তাঁর আগে এই কীর্তি আছে কুমার সাঙ্গাকারা ও রোহিত শর্মার। সর্বশেষ বিশ্বকাপে তো রোহিত রেকর্ড ৫ সেঞ্চুরি করেছেন। ভারতীয় ব্যাটারের রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকছে ডি ককেরও।
এবারের আগে বিশ্বকাপে সেঞ্চুরির দেখা না পাওয়া ডি কক দুই টুর্নামেন্টের মোট রানকে এবার ৭ ম্যাচেই ছাড়িয়ে গেছেন। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ ১৭ ইনিংসে রান করেছিলেন ৪৫০ রান। রাউন্ড রবিন লিগে নিজেদের ২ ম্যাচ বাকি থাকতেই ৫৪৫ রান করেছেন। এতে করে এক আসরে ৫০০ কিংবা তার বেশি রান করা প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার তিনি। আগের সর্বোচ্চ ছিল জ্যাক ক্যালিসের। ২০০৭ বিশ্বকাপে ৪৮৫ রান করেছিলেন প্রোটিয়া কিংবদন্তি।
ডি ককের মতো রানের ফোয়ারা ছোটাচ্ছেন ডুসেনও। সতীর্থের সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেটে ২০০ রানের জুটি গড়ার পথে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ডুসেন। ১১৮ বলে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংসটি থামান সাউদি। ড্রেসিংরুমে ফেরার আগে ইনিংসে ৯ চার ও ৫ ছক্কা হাঁকিয়েছেন।
ডি কক ও ডুসেনকে আউট করার পরও দক্ষিণ আফ্রিকার রানের চাকা থামেনি। চারে নেমে ডেভিড মিলারও খুনে ব্যাটিং করেছেন। ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসে চারের বিপরীতে ছক্কা ছিল বেশি। ৪ ছক্কার সঙ্গে মেরেছেন ২ চার। এমনকি ইনিংসের শেষ বলে ব্যাটিংয়ে নেমে ছক্কা হাঁকিয়েছেন এইডেন মার্করামও। তাঁর সঙ্গে ১৫ রানে অপরাজিত থাকেন হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রত্যেক ব্যাটারই আজ কমপক্ষে একটি ছক্কা হাঁকিয়েছেন। ১৫ ছক্কার ইনিংসে দক্ষিণ আফ্রিকার মোট রান দাঁড়ায় ৪ উইকেটে ৩৫৭। ৭৭ রানে ২ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার সাউদি।
এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশের ফুটবলাররা অবসর সময় কাটাচ্ছেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। ঘরোয়া ফুটবল শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। তবে এর আগে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় দলের ব্যস্ততার জন্য।
২ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৩ ঘণ্টা আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
৩ ঘণ্টা আগে