নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হারল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে কিউইরা।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রানে শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি বাংলাদেশি বোলাররা। কিন্তু স্বল্প পুঁজি হওয়ায় সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৭০ রানের অপরাজিত ইনিংসে কিউইদের জয় সহজ করে দেন ওপেনার ডেভন কনওয়ে।
কনওয়ের ৪৯ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা। তৃতীয় উইকেটে এই বাঁহাতি ওপেনারের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সারেন গ্রেন ফিলিপস। ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে কনওয়ে ও ফিল অ্যালেনের ওপেনিং জুটি থেকে ২৪ রান তুলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৬ রানে অ্যালেনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান শরীফুল ইসলাম।
এরপর তিনে নেমে কনওয়ের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। ৩০ রানে হাসান মাহমুদের বলে তাসকিন আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন উইলিয়ামস। আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান করেন শান্ত। এজন্য অবশ্য ২৯ বল খরচ করেন এই বাঁহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ
২০ ওভারে ১৩৭/৮
শান্ত ৩৩, ব্রেসওয়েল ২/১৪
নিউজিল্যান্ড
১৭.৫ ওভারে ১৪২/২
কনওয়ে ৭০ *, হাসান ১/২৬
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : ব্রেসওয়েল
পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হারল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে কিউইরা।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রানে শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি বাংলাদেশি বোলাররা। কিন্তু স্বল্প পুঁজি হওয়ায় সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৭০ রানের অপরাজিত ইনিংসে কিউইদের জয় সহজ করে দেন ওপেনার ডেভন কনওয়ে।
কনওয়ের ৪৯ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা। তৃতীয় উইকেটে এই বাঁহাতি ওপেনারের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সারেন গ্রেন ফিলিপস। ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে কনওয়ে ও ফিল অ্যালেনের ওপেনিং জুটি থেকে ২৪ রান তুলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৬ রানে অ্যালেনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান শরীফুল ইসলাম।
এরপর তিনে নেমে কনওয়ের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। ৩০ রানে হাসান মাহমুদের বলে তাসকিন আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন উইলিয়ামস। আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান করেন শান্ত। এজন্য অবশ্য ২৯ বল খরচ করেন এই বাঁহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ
২০ ওভারে ১৩৭/৮
শান্ত ৩৩, ব্রেসওয়েল ২/১৪
নিউজিল্যান্ড
১৭.৫ ওভারে ১৪২/২
কনওয়ে ৭০ *, হাসান ১/২৬
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : ব্রেসওয়েল
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১১ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৩ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৩ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৪ ঘণ্টা আগে