নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হারল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে কিউইরা।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রানে শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি বাংলাদেশি বোলাররা। কিন্তু স্বল্প পুঁজি হওয়ায় সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৭০ রানের অপরাজিত ইনিংসে কিউইদের জয় সহজ করে দেন ওপেনার ডেভন কনওয়ে।
কনওয়ের ৪৯ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা। তৃতীয় উইকেটে এই বাঁহাতি ওপেনারের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সারেন গ্রেন ফিলিপস। ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে কনওয়ে ও ফিল অ্যালেনের ওপেনিং জুটি থেকে ২৪ রান তুলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৬ রানে অ্যালেনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান শরীফুল ইসলাম।
এরপর তিনে নেমে কনওয়ের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। ৩০ রানে হাসান মাহমুদের বলে তাসকিন আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন উইলিয়ামস। আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান করেন শান্ত। এজন্য অবশ্য ২৯ বল খরচ করেন এই বাঁহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ
২০ ওভারে ১৩৭/৮
শান্ত ৩৩, ব্রেসওয়েল ২/১৪
নিউজিল্যান্ড
১৭.৫ ওভারে ১৪২/২
কনওয়ে ৭০ *, হাসান ১/২৬
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : ব্রেসওয়েল
পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হারল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে কিউইরা।
আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রানে শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি বাংলাদেশি বোলাররা। কিন্তু স্বল্প পুঁজি হওয়ায় সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৭০ রানের অপরাজিত ইনিংসে কিউইদের জয় সহজ করে দেন ওপেনার ডেভন কনওয়ে।
কনওয়ের ৪৯ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা। তৃতীয় উইকেটে এই বাঁহাতি ওপেনারের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সারেন গ্রেন ফিলিপস। ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে কনওয়ে ও ফিল অ্যালেনের ওপেনিং জুটি থেকে ২৪ রান তুলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৬ রানে অ্যালেনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান শরীফুল ইসলাম।
এরপর তিনে নেমে কনওয়ের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। ৩০ রানে হাসান মাহমুদের বলে তাসকিন আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন উইলিয়ামস। আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান করেন শান্ত। এজন্য অবশ্য ২৯ বল খরচ করেন এই বাঁহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ
২০ ওভারে ১৩৭/৮
শান্ত ৩৩, ব্রেসওয়েল ২/১৪
নিউজিল্যান্ড
১৭.৫ ওভারে ১৪২/২
কনওয়ে ৭০ *, হাসান ১/২৬
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : ব্রেসওয়েল
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
৩৮ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে