ক্রীড়া ডেস্ক
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল ৮৩ রান। কিন্তু ছন্দে থাকা খুশদিল শাহ বুঝিয়ে দিলেন রংপুর কেন এখন পর্যন্ত অপরাজিত।
পাকিস্তানি অলরাউন্ডারের ঝোড়ো ফিফটিতে শেষ ৩৬ বলে রংপুর তুলেছে ৮১ রান। স্কোরটাও তো মন্দ নয়—২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রান। জিততে চিটাগংয়ের লক্ষ্য ১৬৫।
নিজেদের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। স্বাগতিকদের আঁটসাঁট ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার তৌফিক খানের (৫) উইকেট হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও স্টিভেন টেলরের ৫৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে অতিথিরা। দলীয় ৬৩ রানে সাইফ (১৭) ফিরলে খেই হারায় তারা। তারপর টেলরও ফেরেন ৩২ রানে। সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদও (৫)।
তবে ৭ ছক্কা ও ২ চারে খুশদিলের ২৮ বলে ৫৯ ও শেখে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানের কল্যাণে ১৬৪ রান তোলে রংপুর। খুশদিল বলে-ব্যাটে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্ট ফুল ক্রিকেটারও। ৯ উইকেটের পাশাপাশি করেছেন ২৭৪ রান। চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আলিস ২টি করে, বিনুরা ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল ৮৩ রান। কিন্তু ছন্দে থাকা খুশদিল শাহ বুঝিয়ে দিলেন রংপুর কেন এখন পর্যন্ত অপরাজিত।
পাকিস্তানি অলরাউন্ডারের ঝোড়ো ফিফটিতে শেষ ৩৬ বলে রংপুর তুলেছে ৮১ রান। স্কোরটাও তো মন্দ নয়—২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রান। জিততে চিটাগংয়ের লক্ষ্য ১৬৫।
নিজেদের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। স্বাগতিকদের আঁটসাঁট ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার তৌফিক খানের (৫) উইকেট হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও স্টিভেন টেলরের ৫৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে অতিথিরা। দলীয় ৬৩ রানে সাইফ (১৭) ফিরলে খেই হারায় তারা। তারপর টেলরও ফেরেন ৩২ রানে। সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদও (৫)।
তবে ৭ ছক্কা ও ২ চারে খুশদিলের ২৮ বলে ৫৯ ও শেখে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানের কল্যাণে ১৬৪ রান তোলে রংপুর। খুশদিল বলে-ব্যাটে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্ট ফুল ক্রিকেটারও। ৯ উইকেটের পাশাপাশি করেছেন ২৭৪ রান। চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আলিস ২টি করে, বিনুরা ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
৩৬ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
২ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
২ ঘণ্টা আগে