Ajker Patrika

মোস্তাফিজের কাছ থেকে ‘পার্পল ক্যাপ’ নিতে পারেননি কেউ

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১: ০৩
মোস্তাফিজের কাছ থেকে ‘পার্পল ক্যাপ’ নিতে পারেননি কেউ

২০২৪ আইপিএলে সময়টা দারুণ উপভোগ করছেন মোস্তাফিজুর রহমান। নিয়মিত উইকেট নিয়ে ব্যাটারদের পরীক্ষায় ফেলছেন তিনি। তাঁর সঙ্গে টক্কর দিতে বরং অন্য বোলাররা হিমশিম খাচ্ছেন। 

চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে দুর্দান্ত শুরু করেছেন। আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন চেন্নাইয়ের চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে। ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। শুরুতেই এমন দুর্দান্ত পারফরম্যান্সে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ‘পার্পল ক্যাপ’ পরে ফিজ নামতে পেরেছেন দ্বিতীয় ম্যাচেই। একই মাঠে চিপকে গতকাল চেন্নাইয়ের প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটানস। ফিজের প্রতিদ্বন্দ্বী ছিলেন গুজরাটের দুই পেসার স্পেনসার জনসন, মোহিত শর্মা ও আজমতউল্লাহ ওমরজাই।

যেখানে জনসন, মোহিত, ওমরজাই প্রত্যেকেই নিজেদের প্রথম ম্যাচে পেয়েছেন দুটি করে উইকেট। তবে চেন্নাই-গুজরাট ম্যাচে গতকাল তিনজনের কেউই ছাড়িয়ে যেতে পারেননি মোস্তাফিজের প্রথম ম্যাচের উইকেট সংখ্যাকে। জনসন, মোহিত দুজনেই গতকাল ১টি করে উইকেট পেলেও কোনো উইকেট পাননি ওমরজাই। এই সুযোগে ফিজ অন্যদের সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নিয়েছেন। গুজরাটের বিপক্ষে ৩০ রানে ২ উইকেট নিলে এবারের আইপিএলে তাঁর উইকেটের সংখ্যা ৬।

মোস্তাফিজের ‘পার্পল ক্যাপ’ পাওয়ায় দারুণ অবদান রেখে চলেছেন রাচীন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের মধ্যে চারটিতেই ক্যাচ ধরেছেন রবীন্দ্র, যেখানে আরসিবির ফাফ ডু প্লেসিসের ক্যাচ ডিপ পয়েন্ট থেকে দৌড়ে এসে দারুণভাবে ধরেন রবীন্দ্র। একই ম্যাচে কোহলির ক্যাচ ডিপ স্কয়ার লেগে তালুবন্দী করেন রবীন্দ্র। গুজরাটের বিপক্ষে গতকাল ফিজের দুটি উইকেটেই তো ক্যাচ ধরেন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের পর এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ৩। ৩ উইকেট নিয়েছেন ৯ বোলার।

 

২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী পাঁচ বোলার
                                     উইকেট      ইকোনমি             দল
মোস্তাফিজুর রহমান      ৬             ৭.৩৭           চেন্নাই সুপার কিংস 
জসপ্রীত বুমরা               ৩             ৩.৫            মুম্বাই ইন্ডিয়ানস 
হারপ্রীত ব্রার                  ৩              ৩.৮৫        পাঞ্জাব কিংস 
কাগিসো রাবাদা             ৩               ৭.৩৭       পাঞ্জাব কিংস 
টি নটরাজন                   ৩             ৮.০০        সানরাইজার্স হায়দরবাদ 
*২৬ মার্চ চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটানস ম্যাচ পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত