আন্তর্জাতিক ক্রিকেট দূরে থাক, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর একটা ম্যাচও খেলা হয়নি সাকিব আল হাসানের। চোট, নির্বাচনী ব্যস্ততাসহ খেলা থেকে একটু দূরেই ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নেমে পড়েছেন মাঠে ফেরার লড়াইয়ে।
সাকিবের নেতৃত্বে গত ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। তাতেই মূলত বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা অনেকটা নিশ্চিত হয়। এটাই সাকিবের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর ১১ নভেম্বর বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সাকিবের পর যে ৯ ম্যাচ বাংলাদেশ খেলেছে, সব ম্যাচেই নাজমুল হোসেন শান্ত ছিলেন অধিনায়ক। এই সময়ে বাংলাদেশ যে অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়েছে, তা মাঠে বসে উপভোগ করার সুযোগ হয়নি সাকিবের।
অন্যদিকে গত পরশু অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে জয়ী হয়েছেন সাকিব। পর দিনই মিরপুরে অনুশীলন করতে গেছেন তিনি। এরপর প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে আজ অফিসিয়াল প্রস্তুতি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু করে রংপুর রাইডার্স। মাঠের ক্রিকেট কতটা মিস করেছেন, এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ইঞ্জুরিতে ছিলাম। মিস করার সুযোগ ছিল না। মানে ফিট থাকলেও তো খেলতে পারতাম না। তাই চোটে যেহেতু পড়েছিলাম, মিস করার সুযোগই আসেনি।’
বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। পরের দিন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ বিপিএল অভিযান শুরু করবে রংপুর রাইডার্স। এরই মধ্যে সাকিবের অবস্থার পর্যবেক্ষণ করেছেন বিসিবির চিকিৎসকেরা। তাদের সুরেই যেন কথা বলেছেন সাকিব, ‘তারা (বিসিবির চিকিৎসকেরা) যদি বলে থাকেন, তাহলে তো আমি আত্মবিশ্বাসী। অনুশীলন শুরু করেছি। আরও কিছুদিন সময় লাগবে। বোলিংয়ের আঙুলে সমস্যা যেহেতু। স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে।’
আন্তর্জাতিক ক্রিকেট দূরে থাক, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর একটা ম্যাচও খেলা হয়নি সাকিব আল হাসানের। চোট, নির্বাচনী ব্যস্ততাসহ খেলা থেকে একটু দূরেই ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নেমে পড়েছেন মাঠে ফেরার লড়াইয়ে।
সাকিবের নেতৃত্বে গত ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। তাতেই মূলত বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা অনেকটা নিশ্চিত হয়। এটাই সাকিবের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর ১১ নভেম্বর বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সাকিবের পর যে ৯ ম্যাচ বাংলাদেশ খেলেছে, সব ম্যাচেই নাজমুল হোসেন শান্ত ছিলেন অধিনায়ক। এই সময়ে বাংলাদেশ যে অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়েছে, তা মাঠে বসে উপভোগ করার সুযোগ হয়নি সাকিবের।
অন্যদিকে গত পরশু অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে জয়ী হয়েছেন সাকিব। পর দিনই মিরপুরে অনুশীলন করতে গেছেন তিনি। এরপর প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে আজ অফিসিয়াল প্রস্তুতি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু করে রংপুর রাইডার্স। মাঠের ক্রিকেট কতটা মিস করেছেন, এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ইঞ্জুরিতে ছিলাম। মিস করার সুযোগ ছিল না। মানে ফিট থাকলেও তো খেলতে পারতাম না। তাই চোটে যেহেতু পড়েছিলাম, মিস করার সুযোগই আসেনি।’
বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। পরের দিন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৪ বিপিএল অভিযান শুরু করবে রংপুর রাইডার্স। এরই মধ্যে সাকিবের অবস্থার পর্যবেক্ষণ করেছেন বিসিবির চিকিৎসকেরা। তাদের সুরেই যেন কথা বলেছেন সাকিব, ‘তারা (বিসিবির চিকিৎসকেরা) যদি বলে থাকেন, তাহলে তো আমি আত্মবিশ্বাসী। অনুশীলন শুরু করেছি। আরও কিছুদিন সময় লাগবে। বোলিংয়ের আঙুলে সমস্যা যেহেতু। স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে উন্নতি হচ্ছে।’
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৮ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৯ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে