Ajker Patrika

ইংল্যান্ডে করোনা আক্রান্ত শেন ওয়ার্ন

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৩: ৩৮
ইংল্যান্ডে করোনা আক্রান্ত শেন ওয়ার্ন

করোনা আক্রান্ত হয়েছেন শেন ওয়ার্ন। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের নতুন সংস্করণ দ্য হান্ড্রেডে গিয়ে করোনা আক্রান্ত হলেন কিংবদন্তি এই লেগ স্পিনার। ফ্র্যাঞ্চাইজি দল লন্ডন স্পিরিটের কোচের দায়িত্বে আছেন ওয়ার্ন। কাল সাউদার্ন ব্রেভের বিপক্ষে ওয়ার্নের দল লন্ডন স্পিরিটের ম্যাচ ছিল। এদিন সকালে ম্যাচের আগে শরীরে খারাপ লাগার কথা জানান ওয়ার্ন। পরে করোনা পরীক্ষায় পজিটিভ হন কিংবদন্তি এই লেগ স্পিনার। 

ওয়ার্নের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে লন্ডন স্পিরিট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, ‘লন্ডন স্পিরিট দলের হেড কোচ শেন ওয়ার্ন আজকের সাউদার্ন ব্রেভের ম্যাচ থেকে দলের সঙ্গে থাকছেন না। সকালে শরীরে খারাপ লাগার পর তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। পরে করোনা পজিটিভও এসেছেন তিনি। আপাতত আইসোলেশনে থাকবেন। তবে তাঁর দ্বিতীয় পিসিআর পরীক্ষার ফল এখনো আসেনি।’

লন্ডন স্পিরিট দলের আরও একজন পজিটিভ এসেছে। তবে তাঁর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। রিপোর্ট আসার পর ওয়ার্ন ও টিম ম্যানেজমেন্টের ওই সদস্য আইসোলেশনে রাখা হয়েছে। দলের আর কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হননি বলে বিবৃতিতে জানিয়েছে তারা।   

ওয়ার্নের দল লন্ডন স্পিরিট তাদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। দলটির অধিনায়ক হিসেবে আছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ওয়ার্নের আগে করোনায় আক্রান্ত হয়েছেন ট্রেন্ট রকেটস ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত