নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএল খেলতে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সাকিব আল হাসান আর লিটন দাসের এখনো যাওয়া হয়নি ভারতে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে দেশে থাকা সাকিব আর আইপিএলেই যাচ্ছেন না বলেই জানা গেছে। বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার লিটনের অবশ্য কিছুদিনের জন্য খেলতে যাওয়ার কথা সেখানে।
এরই মধ্যে শুরু হওয়া আইপিএলের শুরুর ২-৩টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে পাচ্ছে না, সেটি আগেই জানা গেছিল। টুর্নামেন্টের শেষ দিকেও তাঁকে পাবে না কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে মে মাসের প্রথম সপ্তাহে। সিরিজ চলবে ৯ থেকে ১৪ মে পর্যন্ত। আইপিএলে মে মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময়ে প্রায় প্রতিটি দলের কাছে সমীকরণ থাকে শেষের সমীকরণ মেলানোর। তখনো যদি সাকিবকে না পাওয়া যায়, কলকাতা তাই সাকিব ও লিটনের বিকল্প খুঁজছে।
সাকিবের কাছে কলকাতা জানিয়েছে, যদি না-ই খেলতে পারেন, বিকল্প বিদেশি ক্রিকেটার তারা চূড়ান্ত করবে কি না। সাকিব সে অনুরোধে সাড়াও দিয়েছেন বলেই জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র। যদিও গত দুই দিনে বিষয়টি নিয়ে সাকিবের কাছে একাধিকবার জানতে চাওয়া হলেও তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কলকাতার একই প্রস্তাব দিয়েছিল লিটনের কাছেও। বাংলাদেশ উইকেটকিপার ব্যাটার অবশ্য যতটুকু পারা যায় আইপিএলে খেলতে চান।
সাকিব আইপিএলে না খেললে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর খেলবেন মোহামেডানের হয়ে, এমনটিই জানিয়েছেন মোহামেডান পরিচালক এজিএম সাব্বির। তিনি আজ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা যেটা জানি, সাকিব আইপিএলে না গেলে টেস্টের পর থেকে সে মোহামেডানের হয়ে খেলবে। আমরা যদি সুপার লিগে উঠি, তাহলে পুরোটাই খেলবে।’
মোহামেডানের হয়েও যদি খেলা না লাগে সে ক্ষেত্রে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সব মিলিয়ে সাকিব-লিটনকে নিয়ে এবার ভালোই বিপাকে পড়েছে কলকাতা। আন্তর্জাতিক ব্যস্ততায় যদি বাংলাদেশের ক্রিকেটার নাই পাওয়া যায়, সামনের মৌসুমে সাকিবদের দল পাওয়া বেশ কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইপিএল খেলতে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সাকিব আল হাসান আর লিটন দাসের এখনো যাওয়া হয়নি ভারতে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে দেশে থাকা সাকিব আর আইপিএলেই যাচ্ছেন না বলেই জানা গেছে। বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার লিটনের অবশ্য কিছুদিনের জন্য খেলতে যাওয়ার কথা সেখানে।
এরই মধ্যে শুরু হওয়া আইপিএলের শুরুর ২-৩টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে পাচ্ছে না, সেটি আগেই জানা গেছিল। টুর্নামেন্টের শেষ দিকেও তাঁকে পাবে না কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে মে মাসের প্রথম সপ্তাহে। সিরিজ চলবে ৯ থেকে ১৪ মে পর্যন্ত। আইপিএলে মে মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময়ে প্রায় প্রতিটি দলের কাছে সমীকরণ থাকে শেষের সমীকরণ মেলানোর। তখনো যদি সাকিবকে না পাওয়া যায়, কলকাতা তাই সাকিব ও লিটনের বিকল্প খুঁজছে।
সাকিবের কাছে কলকাতা জানিয়েছে, যদি না-ই খেলতে পারেন, বিকল্প বিদেশি ক্রিকেটার তারা চূড়ান্ত করবে কি না। সাকিব সে অনুরোধে সাড়াও দিয়েছেন বলেই জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র। যদিও গত দুই দিনে বিষয়টি নিয়ে সাকিবের কাছে একাধিকবার জানতে চাওয়া হলেও তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কলকাতার একই প্রস্তাব দিয়েছিল লিটনের কাছেও। বাংলাদেশ উইকেটকিপার ব্যাটার অবশ্য যতটুকু পারা যায় আইপিএলে খেলতে চান।
সাকিব আইপিএলে না খেললে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর খেলবেন মোহামেডানের হয়ে, এমনটিই জানিয়েছেন মোহামেডান পরিচালক এজিএম সাব্বির। তিনি আজ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা যেটা জানি, সাকিব আইপিএলে না গেলে টেস্টের পর থেকে সে মোহামেডানের হয়ে খেলবে। আমরা যদি সুপার লিগে উঠি, তাহলে পুরোটাই খেলবে।’
মোহামেডানের হয়েও যদি খেলা না লাগে সে ক্ষেত্রে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সব মিলিয়ে সাকিব-লিটনকে নিয়ে এবার ভালোই বিপাকে পড়েছে কলকাতা। আন্তর্জাতিক ব্যস্ততায় যদি বাংলাদেশের ক্রিকেটার নাই পাওয়া যায়, সামনের মৌসুমে সাকিবদের দল পাওয়া বেশ কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৩৯ মিনিট আগেমিরপুরের উইকেটে সব সময়ই স্পিনাররা মোটামুটি সহায়তা পেয়ে থাকেন। নাসুম আহমেদের জন্যও বিশেষ কিছু মিরপুর শেরেবাংলার উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাঠে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এরই মধ্যে। বিপিএলেও এ মাঠে...
৩ ঘণ্টা আগেগুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ৯ বছর পর আবারও জাতীয় হকি দলের ডেরায় ফিরলেন আ ন ম মামুন উর রশীদ। আসন্ন এএইচএফ কাপে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে তার সহকারী হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।
৩ ঘণ্টা আগেসিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ‘কনকাশন বদলি’ বিতর্ক এখনো শেষ হয়নি! এ নিয়ে এবার মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হিসেবে পেসার হর্ষিত রানাকে নেওয়াটা অন্যায় বলেও মনে করেন গাভাস্কার।
৪ ঘণ্টা আগে