Ajker Patrika

সাকিব-লিটনকে নিয়ে বিপাকে কলকাতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২০: ২৫
Thumbnail image

আইপিএল খেলতে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সাকিব আল হাসান আর লিটন দাসের এখনো যাওয়া হয়নি ভারতে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে দেশে থাকা সাকিব আর আইপিএলেই যাচ্ছেন না বলেই জানা গেছে। বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার লিটনের অবশ্য কিছুদিনের জন্য খেলতে যাওয়ার কথা সেখানে। 

এরই মধ্যে শুরু হওয়া আইপিএলের শুরুর ২-৩টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে পাচ্ছে না, সেটি আগেই জানা গেছিল। টুর্নামেন্টের শেষ দিকেও তাঁকে পাবে না কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে মে মাসের প্রথম সপ্তাহে। সিরিজ চলবে ৯ থেকে ১৪ মে পর্যন্ত। আইপিএলে মে মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময়ে প্রায় প্রতিটি দলের কাছে সমীকরণ থাকে শেষের সমীকরণ মেলানোর। তখনো যদি সাকিবকে না পাওয়া যায়, কলকাতা তাই সাকিব ও লিটনের বিকল্প খুঁজছে। 

সাকিবের কাছে কলকাতা জানিয়েছে, যদি না-ই খেলতে পারেন, বিকল্প বিদেশি ক্রিকেটার তারা চূড়ান্ত করবে কি না। সাকিব সে অনুরোধে সাড়াও দিয়েছেন বলেই জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র। যদিও গত দুই দিনে বিষয়টি নিয়ে সাকিবের কাছে একাধিকবার জানতে চাওয়া হলেও তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কলকাতার একই প্রস্তাব দিয়েছিল লিটনের কাছেও। বাংলাদেশ উইকেটকিপার ব্যাটার অবশ্য যতটুকু পারা যায় আইপিএলে খেলতে চান। 

সাকিব আইপিএলে না খেললে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর খেলবেন মোহামেডানের হয়ে, এমনটিই জানিয়েছেন মোহামেডান পরিচালক এজিএম সাব্বির। তিনি আজ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা যেটা জানি, সাকিব আইপিএলে না গেলে টেস্টের পর থেকে সে মোহামেডানের হয়ে খেলবে। আমরা যদি সুপার লিগে উঠি, তাহলে পুরোটাই খেলবে।’ 

মোহামেডানের হয়েও যদি খেলা না লাগে সে ক্ষেত্রে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সব মিলিয়ে সাকিব-লিটনকে নিয়ে এবার ভালোই বিপাকে পড়েছে কলকাতা। আন্তর্জাতিক ব্যস্ততায় যদি বাংলাদেশের ক্রিকেটার নাই পাওয়া যায়, সামনের মৌসুমে সাকিবদের দল পাওয়া বেশ কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত