Ajker Patrika

সাইফউদ্দিনের কেন এই অভিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০১: ২৯
সাইফউদ্দিনের কেন এই অভিমান

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটে মোহাম্মদ সাইফউদ্দিনের নাম নেই বলেই জানা গেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পিঠের চোটে মাঝপথে ছিটকে যাওয়া এই অলরাউন্ডার  যেকোনো একটা দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন এবার। কিন্তু ড্রাফটে নাম না থাকায় সেটিও আর হচ্ছে না।  

বিপিএলে শুধু ব্যাটার হিসেবে খেলতে চেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু এবারের বিপিএলে ‘দর্শক’ হয়েই থাকতে হবে তাঁকে। ফোনে কিছুটা আক্ষেপ নিয়ে সাইফউদ্দিন বললেন, ‘আমি শুধু ব্যাটার হিসেবে খেলতে চেয়েছিলাম। ব্যাটার হিসেবে সুযোগ পেয়ে খেলতে পারলে ভালো লাগত।’

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার কারণে মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েছেন  সাইফিউদ্দিন। বিপিএলে যেকোনো ক্যাটাগরিতে তাই একটা দলের সঙ্গে থাকার ইচ্ছা ছিল তাঁর। আজকের পত্রিকাকে বললেন, ‘একটা দলের সঙ্গে থাকলে মানসিকভাবে চাঙা থাকতাম। অনেকে হয়তো বলবে এটা টাকার জন্য। কিন্তু আমাকে ৫ লাখের ক্যাটাগরিতে রাখলেও সমস্যা ছিল না। কোনো দলের সঙ্গে থাকলে, অনুশীলন করলে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে কাজটা সহজ হতো।’  

চোট কাটিয়ে সরাসরি জাতীয় দলের হয়ে পারফর্ম করা কঠিন, সাইফউদ্দিন সেটি ভালোই জানেন। খেলার মধ্যে থাকলে দলে ফিরলে তাঁর কাজটা সহজ হতো। তরুণ অলরাউন্ডার বললেন, ‘এখন সবকিছুর বাইরে থেকে হুট করে জাতীয় দলে খেলা কিংবা ভালো করা আমার জন্য কঠিন। এসব বিবেচনায় নিয়েই চিন্তা করেছিলাম অন্তত একটা দলের সঙ্গে যদি থাকা যেত। দলে একজন ট্রেনার থাকে, ফিজিও থাকে তাদের সঙ্গে কাজ করতে পারতাম। অনেক সময় সবকিছু মন মতো হয় না।’  

ড্রাফটে নাম না দেখে হতাশ সাইফউদ্দিন আবেগ ধরে রাখতে পারেননি। বুকে চাপা কষ্ট নিয়েই আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের মতো সাধারণ জুনিয়ার খেলোয়াড়দের মনের কথা শোনার বা বোঝার কারও কোনো সময় নেই। কারও প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত