Ajker Patrika

আইপিএলে জয়ে শুরু করলেন ধোনিরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০২: ৪৭
আইপিএলে জয়ে শুরু করলেন ধোনিরা

আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে আজ রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে ২০ রানে হারিয়েছে চেন্নাই। ধোনির জয়ের নায়ক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। 

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি মুম্বাই। 

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে চেন্নাই। ৮৭ রানে যেতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এক প্রান্ত আগলে চেষ্টা করেছিলেন সৌরভ তিওয়ারি। কিন্তু তাঁর ৪০ বলে অপরাজিত ৫০ কেবল হারের ব্যবধানই কমিয়েছে। চেন্নাইয়ের হয়ে ডোয়াইন ব্রাভো নেন ২৫ রান দিয়ে ৩ উইকেট। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন দীপক চাহার। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়েরও। স্কোর বোর্ডে ২৪ রান যোগ হতে ফিরে যান ৪ ব্যাটসম্যান। তবে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৫৮ বলে ৮৮ রানে লড়াইয়ের ভিত্তি পায় চেন্নাই। শেষ দিকে ৮ বলে ২৩ রানে ঝোড়ো ইনিংস খেলেন ব্রাভো। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে ও যাসপ্রীত বুমরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত